না’গঞ্জের আইনজীবীদের মাঝে ‘রুলা’র মাস্ক বিতরণ

নারায়ণগঞ্জ মেইল: রাজশাহী ইউনিভার্সিটি ‘ল’ এ্যালামনাই এসোসিয়েশন (রুলা)’র সভাপতি এড. নাহিদ সুলতানা যুথী সৌজন্যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার ( ৭ ফেব্রুয়ারি ) দুপুরে জেলা আইনজীবী সমিতির নব-নির্মিত ডিজিটাল বার ভবনের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি বিদ্যুৎ কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানের সঞ্চালনায় মাস্ক বিতরণী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল। বিশেষ অতিথি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল বলেন, সারা বিশ্ব আজ একটি সমস্যায় জর্জরিত, আর সেটা হলো করোনা ভাইরাস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের ফলে আমরা এ ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেলেও এখনো তা নির্মূল হয়নি। এজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মেনে চলতে হবে। সর্বোপরি আমাদেরকে সবসময় মাস্ক ব্যবহার করতে হবে। আমাদের সচেতনতাই পারে করোনা মহামারীকে নিরাময় করতে। নিজে সচেতন হবে এবং অন্যকে সচেতন করবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী বলেন, একজন সুযোগ্য নেতার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। যার ফলে দেশের উন্নয়ণ আজ সাধারণ মানুষের সামনে প্রকাশিত হয়েছে। কিন্তু আল-জাজিরা টেলিভিশন আমাদের উন্নয়ণ ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করছে একটি বিশেষ মহলের ইন্ধনে।সরকারের পক্ষ থেকে এর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে।

তিনি আরও বলেন, করোনা মহামারীর এ সমস্যা থেকে মুক্ত পেতে হলে আমাদের নিজেদেরকে অবশ্যই সচেতন হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মাস্ক ব্যবহারের মাধ্যমেই আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি।

এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সদস্য আতাউর রহমান নান্নু, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এড. বরুণ চন্দ্র দে, যুগ্ম সম্পাদক এড. রবিউল আমিন রনি, আপ্যায়ন সম্পাদক এড. মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক এড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক এড. সাজ্জাদুল হক সুমন, সদস্য এড. রোমানা আক্তার, এড. কামরুল হাসান, এসময় শেখ সাফায়েত আলম সানির সাথে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আতাউর রহমান নান্নু, ওয়ার্ল্ড এন্টিট্যারোরিজম, বাংলাদেশ চ্যাপ্টার সভাপতি ফাহিম ভুইয়া এমিল, সাধারন সম্পাদক ইশতিয়াক আল কাফি নিশান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শেখ রফিকুল ইসলাম রায়হান, আহমেদ হৃদয়, সাবেক কর্মবাস্তবায়ন বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, মুজিবীয় চেতনা অনলাইন প্লাটফর্মের চীফ এডমিন রওনক পারভেজ, ফতুল্লা ব্লাড ডোনার্স এর সভাপতি মোঃ সানি, মেহেদী হাসান শান্ত, নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের মো: ইমরান আহমেদ ইমন, এ এম হাসান, অমিত সরকার, রেজাউল করিম, আল আমিন, জহিরুল ইসলাম, মিজান খান, আকাশ মাহমুদ, মিথিলা, আজমেরী সুলতানা, কাজী তানিয়া, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ মহানগর শাখার কামরুজ্জামান সুমন, মাসুদ রানা, আশিকুর রহমান, মিথিলা, পিয়াসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ