আইভীকে ভিপি বাদল ‘নৌকার বদনাম কইরেন না’

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল বলেছেন, ‘নারায়ণগঞ্জের মাটিতে মেয়র নমিনেশন চাওয়ার আগে দেবোত্তর সম্পত্তিটা দেবোত্তর সম্পত্তির নামে লিখে দেন। তা না হলে আপনারা কী তাকে ভোট দিবেন? দলের বদনাম কইলে শুনবেন? নৌকায় বদনাম করতে দেয়া যাবে না। তাহলে আমরা বলবো আল জাজিরা টেলিভিশনে স্বাধীনতা নস্যাৎ করার চক্রান্তে যেমন করে লিপ্ত ওই স্বাধীনতা বিরোধীরা, ওই জামাত শিবির বিএনপিরা, আপনি তার উত্তরাধিকার। আপনি আওয়ামী লীগে থেকে খন্দকার মোশতাক। ওকে চিনে নেন আপনারা।’

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর দেওভোগ এলাকার ঐতিহাসিক জিউস পুকুর সংলগ্ন অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও তার পরিবারের বিরুদ্ধে ‘নারায়ণগঞ্জ জেলা হিন্দু সম্প্রদায়’ এর ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেয়রকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘পাইছেন কী আপনে? আপনি একদিকে বলবেন, ডিআইটি মসজিদ উঠায় দিবেন। আরেকদিকে দেবোত্তর সম্পত্তি দখল করবেন। আমরা হিন্দু-মুসলমান ঐক্যবদ্ধ। আমরা সবাই জাগ্রত বাঙালি। শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত দেবোত্তর সম্পত্তি আমরা নিতে দেবো না।’

সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘কার বিরুদ্ধে, কেন মামলা করেছেন? কীসের এত স্বাদ? কীসের এত স্বপ্ন আপনার? নারায়ণগঞ্জ-৫ ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি সেলিম ওসমান ও শামীম ওসমানের কাছে আমাদের দাবি। এই দাবি কবে পূরণ হবে? আর আমার প্রিয় বন্ধু খোকন সাহাকে নিয়ে কেউ যদি কথা বলে তাহলে নারায়ণগঞ্জ শহরে দাউ দাউ করে আগুন জ্বলবে। ওই আগুনে জ্বলে-পুড়ে ছাড়খার হবেন। আপনি যতই ভন্ডামি করেন। যতই কালী সাধনা করেন, মাথায় সিঁদুর পড়েন, কাজ হবে না।’

দলে থেকে দলের বদনাম করলে তার পক্ষে নৌকা মার্কায় ভোট দিতে নিষেধ করে তিনি বলেন, ‘কেউ যদি দলে থেকে দলের বদনাম করেন, আপনারা তাকে নৌকায় মার্কায় ভোট দিবেন না। যারা যারা মসজিদে যায়, মন্দিরে যায়, গীর্জায় যায়, প্যাগোডায় যায় তাদের বিরুদ্ধে কোনো মেয়র কথা বললে ভয় পাবেন না। আপনাদের সাথে আমি ভিপি বাদল আছি। শামীম ওসমান, সেলিম ওসমান, খোকন সাহা আছে।’

সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি আবু হাসনাত মো. শহীদ বাদল বলেন, ‘আমি বিশ্বাস করি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এই বাংলায় হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান কথাটি যেমন সত্য, তার চেয়ে অধিক সত্য আমরা সবাই বাঙালি। আমরা সবাই জয় বাংলা স্লোগান দেই। শেখ হাসিনার স্লোগান দেই। প্রধানমন্ত্রী আপনার কাছে দাবি রইল আমরা এর বিচার চাই।’

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, প্রধান বক্তা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মূল চ্যার্টাজী । এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি ও নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, বর্তমান সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া, বাংলাদেশ ইয়ান মার্চস সভাপতি লিটন সাহা, নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শফি উদ্দিন প্রধান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, মহানগরের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, বন্দর কমিটির সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ পূজা পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, প্রয়াত কমান্ডার গোপীনাথ দাশের বড় ছেলে সঞ্জয় দাসসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ