নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের আইনজীবীদের সংগঠন ‘আলাফ’ এর আয়োজনে এপিএল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের সুপার সিক্স ১৮ ফাইনাল ম্যাচে গ্লাডিয়েটরস এইটকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
২৩ জানুয়ারি শনিবার হাজীগঞ্জ দূর্গ মাঠে দিনব্যাপী দুই সেমিফাইনাল সহ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
(সেমিফাইনাল-১) সুপার সিক্স ১৮ NDB পাওয়ার হাউজ এর সাথে নির্ধারিত ৮ ওভারে ১১৫ রানে টাই হওয়ার পর ১ম সুপার ওভারে ২ রান করার পর ও সেই ম্যাচ টাই হয় পরবর্তীতে ২য় সুপার ওভারে ১৮ রানের টার্গেট দিয়ে জিতে যায় সুপার সিক্স ১৮। ম্যান অব দ্যা ম্যাচ অ্যাডভোকেট ইমরান হাসান রবিন।
(সেমিফাইনাল-২) গ্লাডিয়েটরস এইট ২ উইকেটে টাইগারস থারটিনকে পরাজিত করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ হন অ্যাডভোকেট লিয়ন ইসলাম।
ফাইনাল ম্যাচ সুপার সিক্স ১৮ গ্লাডিয়েটরস এইটকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা ফাইনালে অ্যাডভোকেট আনিসুর রহমান এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন অ্যাডভোকেট ইমরান হাসান রবিন।
পুরো টুর্নামেন্টে মাঠে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট কায়সার আলম টুটুল চৌধুরী, অ্যাড সামসুল আরেফিন টুটুল ও অ্যাডভোকেট রতন সরকার।
পরবর্তীতে ট্রফি ও মেডেল বিতরন করেন আলাফ এর সভাপতি অ্যাডভোকেট রাসেল প্রধান, সেক্রেটারী অ্যাডভোকেট রাজীব দাশ, ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যাডভোকেট সাইফুল ইসলাম লাভলু, টুর্নামেন্ট চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুর রহমান ফাহিম, অ্যাডভোকেট রাসেল মিয়া। হাজির ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, অ্যাডভোকেট আলী আকবর সহ দুই শতাধিক আইনজীবী ও দর্শক।
সবাই অংশগ্রহণ করে আয়োজন সফল করায় সবাইকে আন্তরিক ধন্যবাদ।