বিএনপি নেতার মিছিলে জাতীয় পার্টির রাজু, ক্ষুব্দ তৃণমূল

নারায়ণগঞ্জ মেইল: প্রধাণ নির্বাচন কমিশনারসহ সকল নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিতে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির মানববন্ধনে মিছিল নিয়ে যোগ দিয়েছিলেন নব গঠিত জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম টিটু ও সেলিম হক। এ দুই নেতা আবার সোনারগাঁ বিএনপির গুরুত্বপূর্ণ পদও দখল করে আছেন। নজরুল ইসলাম টিটু সোনারগাঁ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সেলিম হক কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। সোমবার ১১ জানুয়ারি নারায়ণগঞ্জ বিএনপির এ দুই প্রভাবশালী নেতার মিছিলের অগ্রভাগে দেখা গেছে জাতীয় পার্টির নেতা বিতর্কিত রাজু আহমেদ রমজানকে। বিএনপির মিছিলে জাতীয় পার্টির নেতা রাজু রমজানকে দেখে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছেন দলের তৃণমূল নেতাকর্মীরা। দু:সময়ের ত্যাগী নেতাকর্মীদের ফেলে জাতীয় পার্টির নেতাকে নিয়ে মিছিল করার রহস্য নিয়ে বইছে সমালোচনার ঝড়।

ক্ষুব্দ নেতাকর্মী সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম টিটু ও সেলিম হক দুইজনেরই পারিবারিক সূত্রে রয়েছে জাতীয় পার্টির সাথে ঘনিষ্টতা। নজরুল ইসলাম টিটুর ছেলে কাজী লিটু এবং সেলিম হকের ভাই হানিফ হক সোনারগাঁয়ে সরাসরি জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত। সোনাগাঁয়ে জাতীয় পার্টির বিভিন্ন অনুষ্ঠানে এমপি লিয়াকত হোসেন খোকার সাথে দেখা মিলে কাজী লিটু ও হানিফ হকের। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব অনুষ্ঠানের ছবি প্রায়ই ভাইরাল হয়, সেই সাথে নজরুল ইসলাম টিটু ও সেলিম হকের বিরুদ্ধে সমঝোতার রাজনীতি করার অভিযোগও শোনা যায়। একই পরিবারে থেকে বাবা বিএনপির সক্রিয় রাজনীতি করেন আর ছেলে করেন সরকার ঘনিষ্ঠ জাতীয় পার্টির রাজনীতি কিংবা এক ভাই ইউনিয়ন বিএনপির সভাপতি অপর ভাই জাতীয় পার্টির এমপিকে ফুল দেন- এসব বিষয় নিয়ে প্রায়ই আলোচনা সমালোচনার ঝড় বইলেও তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেন না তারা। বরং রাজনৈতিক নিয়ম শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাগাভাগির রাজনীতিতে অভ্যস্ত হয়ে পরেছেন এই পরিবারগুল্ আর তাই সোনারগাঁয়ে বিএনপির রাজনীতিবীদরা প্রায়ই লজ্জায় পরেন তাদের কর্মকান্ডে।

তেমনিভাবে আরেকটি লজ্জাজনক কর্মকান্ডের জন্ম দিলেন তারা সোমবার ১১ জানুয়ারি জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচিতে। এ কর্মসূচিতে তারা যোগ দেন মিছিল নিয়ে আর সে মিছিলের সামনেই দেখা যায় ইতিপূর্বে জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকাকে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেয়া রাজু আহমেদ রমজানকে। রমজানকে বিএনপির মিছিলে দেখে ক্ষুব্দ হয়ে পরেন সোনারগাঁ বিএনপির ত্যাগী নেতাকর্মীরা এবং নজরুল ইসলাম টিটু ও সেলিম হকের সমালোচনায় মূখর হয়ে উঠে। ক্ষুব্দ নেতাকর্মীরা জানান, রাজু আহমেদ রমজান জাতীয় পার্টির নেতা। সে এখনও জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেননি। সুতরাং তাকে বিএনপির ব্যানারে কোনভাবেই মেনে নেয়া যায় না। ভবিষ্যতে তাকে বিএনপির মিটিং মিছিলে দেখলে কঠোর হস্তে প্রতিরোধ করা হবে।

এ বিষয়ে জানতে নজরুল ইসলাম টিটু ও সেলিম হকের সাথে যোগাযোগ করা হলে তাদের কাউকেই মুঠোফোনে পাওয়া যায়নি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ