নারায়ণগঞ্জ মেইল: আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেবে বিএনপি। আইনজীবী সমিতিতে আইনজীবীদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং গণতান্ত্রীক চর্চা অব্যহত রাখতে তারা নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন আদালতপাড়ায় বিএনপির আইনজীবী নেতারা। নির্বাচনে অংশ নেয়ার পাশাপাশি গণতান্ত্রীক পদ্ধতি ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রামও চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। সেই সাথে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বিএনপির আইনজীবীদের মাঝে কোনো প্রকার বিভেদ বিভক্তি নেই এবং ঐক্যবদ্ধভাবেই তারা নির্বাচনে অংশ নেবেন বলেও নিশ্চিত করেছেন আইনজীবী নেতারা।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান জানান, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের একটা ঐতিহ্য ছিলো। এখানে সকল দলের সহ অবস্থান ছিলো এবং ভোটের একটি সুষ্ঠ পরিবেশ বজায় ছিলো। সারা দেশে নারায়ণগঞ্জ বারের নির্বাচনের একটি সুনাম ছিলো কিন্তু গত কয়েক বছর যাবত সেই নির্বাচনী কাঠামো ভেঙ্গে ফেলেছে সরকারী দলের আইনজীবীরা। তারা আইনজীবীদের ভোটের অধিকার হরণ করে জোর করে নির্বাচনে জয়লাভ করার সিষ্টেম চালু করেছে। আমরা সেই সিষ্টেমের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যাবো যাতে করে নারায়ণগঞ্জ বারে আইনজীবীদের ভোটের অধিকার ফিরিয়ে আনা যায়, সেই সাথে গণতান্ত্রীক চর্চা অব্যহত রাখতে নির্বাচনে পূর্ণ প্যানেল নিয়ে নির্বাচনের মাঠেও থাকবো। নির্বাচন এবং আন্দোলন সমানতালে চালিয়ে যাবো। আমরা এ বিষয়ে বিএনপির আইনজীবীরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধভাবেই সকল কার্যক্রম অব্যহত রাখবো।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির জানান, আমাদের বর্তমান স্বৈরাচারী সরকার সারাদেশের নির্বাচন ব্যবস্থা যেভাবে ধ্বংস করে দিয়েছে, একই কায়দায় নারায়ণগঞ্জ বারেও আইনজীবীদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আইনজীবীদের সেই হারানো অধিকার ফিরিয়ে আনতে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম অব্যহত রাখবো এবং নির্বাচনেও অংশ নেবো। নির্বাচন এবং আন্দোলন সমানতালে চলবে যে পর্যন্ত আইনজীবীদের ভোটের অধিকার ফিরে না আসে।
জেলা আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধান জানান, বর্তমান বিনা ভোটের সরকারে মতোই নারায়ণগঞ্জ বারের বর্তমান কমিটিও বিনা ভোটের অবৈধ কমিটি। আর এই অবৈধ কমিটির মনোনীত নির্বাচন কমিশিনও অবৈধ। তাই এই সকল অবেধ কমিটি আর অবৈধ নির্বাচন কমিশনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দেলন জোরদার করা হবে সেই সাথে গণতান্ত্রীক ব্যবস্থা টিকিয়ে রাখতে নির্বাচনেও আমরা অংশ নেবো কারন বিএনপি গণতান্ত্রীক দল।