খেলাধুলা অপরাধ থেকে যুব সমাজকে দূরে রাখে: মাসুদ ভূইয়া

নারায়ণগঞ্জ মেইল: মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের নবীনগর এলাকায় প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফুটবল ম্যাচে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদেও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো: মাসুদ ভূইয়া।

প্রধান অতিধির বক্তব্যে মাসুদ ভূইয়া বলেন, মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করতে যুব সমাজ যুদ্ধে নেমেছিল। আর আজ মাদকের কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তবে খেলাধুলা অপরাধমূলক কর্মকা- থেকে যুব সমাজকে দূরে রাখে, সমাজের ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকা-, সন্ত্রাস, মাদক তাদেরকে স্পর্শ করতে পারবে না। খেলাধুলায় যারা নিয়োজিত থাকেন তারা ক্যারিয়ার গঠনে মনোযোগী হয়। আর তখনই উন্নয়ন চিন্তাভাবনায় তারা সমাজ গঠনে ভূমিকা রাখতে নিজেকে মাদক থেকে বিরত রাখে। তাই বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ