আইনজীবী ফোরাম নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত, চলছে গণনা

নারায়ণগঞ্জ মেইল: বহুল আলোচিত নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। সর্বমোট ৩০৮ ভোটের মধ্যে ভোট পড়েছে ২৭৬ টি। বুধবার ৯ ডিসেম্বর সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। আদালত পাড়ায় এডভোকেট আব্দুল বারী ভূইয়ার চেম্বারের নিচতলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে দুটি প্যানেলে ১০ জন প্রার্থী অংশ নিচ্ছে এবং স্বতন্ত্র হিসেবে সাধারণ সম্পাদক পদে রয়েছেন একজন প্রার্থী মোট প্রার্থী ১১ জন।

হুমায়ূন-জাকির প্যানেলের পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে এড. সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক পদে এড. আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহ সভাপতি পদে এড. আজিজুল হক হান্টু, যুগ্ম সম্পাদক পদে এড. এইচএম আনোয়ার প্রধান ও সাংগঠনিক সম্পাদক পদে এড. ওমর ফারুক নয়ন।

ভাসানী মামুন পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল হামিদ ভাসানী ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আজিজ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি পদে এডভোকেট সীমা সিদ্দিকী, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা ও সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট আলী হোসেন।

এছাড়াও স্বতন্ত্র হিসেবে সাধারণ সম্পাদক পদে লড়ছেন অ্যাডভোকেট সুমন মিয়া।

এই নির্বাচনে প্রধাণ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ব্যারিষ্টার মাহবুবউদ্দিন খোকন। নির্বাচন কমিশনার থাকবেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তিন সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, এড. আবুল কালাম আজাদ বিশ্বাস ও এড. আবদুল বারী ভূইয়া।

প্রসঙ্গত, সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৫টি পদে এবারের অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ আদালত পাড়ায় এডভোকেট আব্দুল বারী ভূইয়ার চেম্বারে নিচতলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ