কুষ্টিয়া গিয়ে পিটাতে পারলে ভালো লাগতো: এড মোহসীন

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মোহসীন মিয়া বলেছেন, রাজাকারের বাচ্চারা বাংলাদেশ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সাহস পায় কোথায়, কুষ্টিয়া দিয়ে ওদের পিটাতে পারলে ভালো লাগতো।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারাদেশে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল সারাদেশ । সেই সাথে থেমে নেই আওয়ামীলীগের জম্মস্থান নারায়ণগঞ্জও। এবার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ।

সোমবার ( ৭ ডিসেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনের সামনে জেলা আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এডভোকেট মোহসিন মিয়া এসব কথা বলেন।

প্রতিবাদ সমাবেশ বক্তরা বলেন, আওয়ামীলীগের জম্মস্থান নারায়ণগঞ্জের মাটিতে কোনো জঙ্গিবাদ, সন্ত্রাসী ও মৌলবাদীদের স্থান নেই। যারাই বঙ্গবন্ধু ও তার ভাস্কর্য নিয়ে কটুক্তি ও ভাঙার চেষ্টা করবে তাদেরকে কঠোর ভাবে দমন করা হবে। মনে রাখতে হবে এই দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ আর এই এলাকা সাংসদ শামীম ওসমানের এলাকা। এখানে কোন কিছু করে কেউ পার পাবেন না।

তাঁরা আরও বলেন, সম্প্রতি জঙ্গি ও মৌলবাদীরা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। একটি চক্র গুজব ছড়িয়ে উসকানি দিয়ে সাধারণ মানুষকে বিপদমুখী করছে। ওইসব গুজবকারীদের কোনওভাবেই ছাড়া দেয়া হবে না । আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা এবং ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারী সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, জেলা পিপি এড. ওয়াজেদ আলী খোকন, সিনিয়র আইনজীবী এড. শামসুল ইসলাম ভূঁইয়া, এড. মাসুদুর রউফ, জিপি এড. মেরিনা বেগম, এড. কামরুল আহসান, এড. সেলিনা ইয়াসমিন, এড. আঃ রহিম,এপিপি এড. সুইটি ইয়াসমিন, এড. স্বপন ভূঁইয়াসহ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ।অন্তর্ভুক্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ