সুষ্ঠ নির্বাচনের প্রতিশ্রুতি তিন নির্বাচন কমিশনারের

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের আদালতপাড়ায় এখন বিএনপির আইনজীবীদের মাঝে নির্বাচনী আমেজ। এই নির্বাচন সুষ্ঠ ও অবাধ করতে অঙ্গিাকারবদ্ধ তিন নির্বাচন কমিশনার। রবিবার ২৯ নভেম্বর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এই অঙ্গিকার করেন এ নির্বাচনের তিন নির্বাচন কমিশনার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তিন সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, এড. আবুল কালাম আজাদ বিশ্বাস ও এড. আবদুল বারী ভূইয়া।

আদালত সূত্রে জানা গেছে, তিন নির্বাচন কমিশনারের মধ্যে এড. আবুল কালাম আজাদ বিশ্বাসের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের অভিযোগের পাহাড়। বিএনপির পদ পদবী ব্যবহার করলেও সরকারী দলের নেতাকর্মীদের সাথেই তার সখ্যতা বেশী। এ কারনেই তাকে আজাদ বিশ্বাস না বলে ‘দালাল বিশ্বাস’ নামেও ডাকের অনেক বিএনপি পন্থীরা। আর এ কারনে তাকে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব দেয়ায় শংকিত হয়ে পরেছিলেন বিএনপির অনেক আইনজীবী। তবে এড. আজাদ বিশ্বাস এবার কেন্দ্রীয় নেতাদের সামনে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন শতভাগ নিরপেক্ষ থেকে নির্বাচনের সকল কর্মকান্ড সমাপ্ত করার। এছাড়া বাকী দুই নির্বাচন কমিশনার এড. সাখাওয়াত হোসেন খান ও এড. আবদুল বারী ভূইয়ার বিষয়ে কোন আপত্তি নেই আইনজীবীদের। তাই এবারের আইনজীবী ফোরামের নির্বাচন শতভাগ সুষ্ঠ ও অবাধ হবে বলে মনে করছেন বিএনপির আইনজীবীরা।

প্রসঙ্গত, এবারের জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ ডিসেম্বর। সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক- এই ৫টি পদে অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন। এই নির্বাচনে প্রধাণ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ব্যারিষ্টার মাহবুবউদ্দিন খোকন। নির্বাচন কমিশনার থাকবেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তিন সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, এড. আবুল কালাম আজাদ বিশ্বাস ও এড. আবদুল বারী ভূইয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ