না:গঞ্জের গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, সংক্রমনের শংকা

নারায়ণগঞ্জ মেইল: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে সরকার। এক সময়ে করোনার রেড জোন হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জেও বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। নারায়ণগঞ্জের প্রতিটি ক্ষেত্রে ‘নো মাস্ক নো সার্ভিস’ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিমউদ্দিন। কিন্তু নারায়ণগঞ্জের গণ পরিবহনগুলোতে মানা হচ্ছে না এই নির্দেশ। মাস্ক ছাড়াই দিব্যি গাড়িতে করে চলাচল করছে যাত্রীরা। এমনকি ড্রাইভার হেলপারদের মুখেও মাস্ক দেখা যাচ্ছে না। তাছাড়া গাড়িতে উঠার সময়ে জীবানুনাশক স্প্রে করার কথা থাকলেও তা কোথাও মানা হচ্ছে না। তাই নারায়ণগঞ্জের গণ পরিবহনগুলোতে স্বস্থ্য ঝুঁকি নিয়েই চলাচল করছে যাত্রী সাধারণ। তাই অবিলম্বে এ সেক্টরে প্রশাসনের নজরদারী বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের।

সরেজমিনে নারায়ণগঞ্জের বিভিন্ন বাস ষ্ট্যান্ডে গিয়ে দেখা যায়, নগরীর আদমজী এলাকায় গার্মেন্টস এর বিভিন্ন প্রতিষ্ঠানের স্টাফ বাসের অধিকাংশেই ছিল না শারীরিক দূরত্ব। আগের মতই গাদাগাদি করে বাসের ভেতর যাত্রী পরিবহন করতে দেখা গেছে। গাড়ির প্রবেশ মুখে হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক রাখার কথা থাকলেও তা দেখা যায়নি। এতে করে অনেকেই নানান ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। অনেকেই জানিয়েছেন, শারীরিক দূরত্ব বজায় রেখে গণপরিবহনে চলাচলের নির্দেশনা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছেনা।

অন্যদিকে গণ পরিবহনগুলোর অবস্থা আরো করুন। স্বাস্থ্য বিধি মানবে দূরের কথা কার আগে কে গাড়িতে উঠবে সেই প্রতিযোগিতা ছিল যাত্রীদের। তাছাড়া গাড়ির ড্রাইভার ও হেলপারের মাঝেও স্বাস্থ্য সচেতনতার বিষয়টি ছিল উপেক্ষায়। কিছু কিছু গাড়ী চালকের মুখে মাস্ক পর্যন্ত দেখা যায়নি।

আদমজী ইপিজেড এলাকার গার্মেন্টস কর্মী ফিরোজ বলেন, বাসে স্বাস্থ্যবিধি মেনে চলছে না কেউ। শারীরিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না।জীবাণুনাশক স্পেও করা হচ্ছে না। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব এখন শুধু কথা আর কাগজ কলমেই সীমাবদ্ধ। এই পরিস্থিতিতে ভবিষ্যতে কি ঘটবে তা বলা মুশকিল। তবে স্বাস্থ্য সচেতনতার বিষয়টি সবাইকে মেনে চলা উচিত।

বাস শ্রমিক খোরশেদ মিয়া বলেন, সরকার যে নির্দেশনা দিয়েছে তা মেনেই বাস চালানো হচ্ছে। এক্ষেত্রে যাত্রীদের চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ