নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে তার কাছ থেকে আলাদা হয়ে যান কমিটির সুপার ফাইভের তিন নেতা সিনিয়র সহ সভাপতি মনোয়ার হোসেন শোখন, সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু ও সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধান। বিভিন্ন দলীয় ও জাতীয় কর্মসূচি ত্রাা খোরশেদের সাথে পালন না করে পাল্টাপাল্টি পালন করতে থাকেন। অনুষ্ঠানগুলিতে খোরশেদের চেয়েও বেশী নেতাকর্মীর সমাগম হতো এই ত্রিরত্নের আয়োজনে। কিন্তু হঠাৎই ছন্দপতন দেখা যাচ্ছে মহানগর যুবদলের এই বৃহৎ অংশটিতে। সাম্প্রতিক কয়েকটি কর্মসূচিতে তেমনটাই লক্ষ্য করা যাচ্ছে।
জানা যায়, গত ২০ নভেম্বর ছিলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। এদিন সারাওেদশে নেতাকর্মীরা কেক কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে দিনটি পালন করে। মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নেতাকর্মীদের নিয়ে তারেক রহমানের জন্মদিন পালন করেন, সেই সাথে খোরশেদের পক্ষ থেকেও বিভিন্ন স্থানে নেতাকর্মীরা তাদের প্রিয় নেতার জন্মদিন উদযাপন করেন। কিন্তু শোখন, মন্তু আর সাগরের মহানগর যুবদল এদিন কোন কর্মসূচির আয়োজন করেনি। এমনকি তাদের পক্ষ থেকেও কোথাও নেতাকর্মীরা কোন আয়োজন করেছেন-এমনটি শোনা যায়নি। যা ক্ষেভের সৃষ্টি করেছে তৃণমূল নেতাকর্মীদের মাঝে।
এদিকে কেন্দ্রীয় যুবদল সভাপতি সেক্রেটারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে গত ১৭ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দেয় কেন্দ্রীয় যুবদল। সে কর্মসূচিতে মাত্র ২০/২৫ জন নেতাকর্মী নিয়ে শহরের চাড়ারগোপে বিক্ষোভ করেন এই ত্রিরত্ন, যা হতাশ করেছে সবাইকে।
খোঁজ নিয়ে জানা যায়, মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি মনোয়ার হোসেন শোখন রাজনীতির চেয়ে বেশী ব্যস্ত এখন নিজের ব্যবসা বানিজ্য নিয়ে। সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু করোনার ভয়ে তেমন কোথাও বের হচ্ছেন না আর সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধান ব্যস্ত সময় কাটাচ্ছেন তার নিজের নামে খোলা গ্রুপ “সাগর উইথ ফ্রেন্ড ট্যুর গ্রুপ” নিয়ে। এ গ্রুপের সাথে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন সাগর। ফলে মহানগর যুবদলে তার মনোযোগ হ্রাস পেয়েছে।