সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে বাংলাদেশ-ভারত যৌথভাবে কাজ করছে : নিম চন্দ্র ভৌমিক

নারায়ণগঞ্জ মেইল: বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে এই শ্লোগানকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এদেশের বিভিন্ন স্তরের পেশা ও শ্রেনী এবং ধর্মের মানুষ সবাই একত্রে এই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে রুখবো । একই সাথে ভারতেও সর্বস্তরেরর জনগণ একসাথে ঐক্যবদ্ধ হয়ে ঐ দেশের জনগণ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে বাংলাদেশ ভারত যৌথভাবে কাজ করছে।

বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর ) সন্ধ্যায় শহরের পুরাতন কোর্ট এলাকায় জেলা সরকারি গণগ্ৰন্থাগার অডিটরিরয়ামে বাংলাদেশ ভারত মৈত্রী অটুট থাকুক সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে হবে একসাথে এই শ্লোগানে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বেঁচে যায় তার কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। সেই সাথে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। স্বাধীনতা বিরোধী চক্ররা এদেশকে পাকিস্তানি সম্রাটবাজ্য করতে করতে চেয়েছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর কন্যা দেশে ফিরে আসার মধ্যদিয়েই দেশের গনতন্ত্র পুনঃ উদ্ধার হয়। আওয়ামীলীগ সরকার ক্ষমতা এসে বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পন্ন করেন।

নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আতিকুজ্জামান সোহেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন , নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর ( পিপি ) ভারপ্রাপ্ত এড. জাসমিন আহমেদ, সাবেক সহ-সভাপতি কেন্দ্রীয় ছাত্রলীগ সৈয়দ সাব্বির হোসেন সাগর,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, বন্দরের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জের সভাপতি শিশির ঘোষ অমর প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ