স্বর্গীয় গোপীনাথ দাশ স্মরণে পূজা পরিষদের প্রার্থনা ও প্রসাদ বিতরণ

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবীদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাশ স্মরণে নারায়ণগঞ্জ জেলাধীণ সাতটি থানার বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন ও প্রসাদ বিতরণ করেছে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ সদরসহ ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারের মন্দিরগুলোতে স্বর্গীয় এই নেতার আত্মার শান্তি কামনায় নানা কর্মসূচি পালন করেছে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহার সহযোগিতায় এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী জেলার বিভিন্ন মন্দিরে ধর্মীয় আচার পালনের পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে প্রয়াত গোপীনাথ দাশ স্মরণে বিশেষ প্রার্থনা করা হয় এবং প্রসাদ বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ দায়িত্ব নিয়ে এসব কাজের তদারকী করেন।


এ বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা বলেন, স্বর্গীয় গোপীনাথ দাশ ছিলেন আমাদের অভিভাবক। মহান স্বাধীনতা যুদ্ধের এই বীর সেনানীর জন্যে কিছু করাটা আমাদের দায়িত্বে মধ্যেই পরে। তাই আজকে গোপীদার আত্মার শান্তি কামনায় পূজা পরিষদের উদ্যোগে জেলা জুড়ে কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সৃষ্টিকর্তার উনাকে স্বর্গ দান করেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাশ ছিলেন নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের অভিভাবক। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নারায়ণগঞ্জের প্রতিটি থানা ও উপজেলার মন্দিরগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে। মহান সৃষ্টিকর্তার কাছে দাদার আত্মার শান্তি কামনা করছি।

মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাশ বলেন, কমান্ডার গোপীনাথ দাশ ছিলেন নারায়ণগঞ্জের গর্ব। তার মৃত্যুতে আমরা এক মহান সংগঠককে হারিয়েছি। গোপীদার আত্মার শান্তি কামনা করছি।

মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম সাহা বলেন, আমরা স্বর্গীয় গোপীনাথ দাশের প্রতি শ্রদ্ধা জানাতে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি পালন করছি। সৃষ্টিকর্তা উনাকে যেনো স্বর্গবাসী করেন।

এদিকে কমান্ডার গোপীনাথ দাশ স্মরণে পূজা পরিষদের এই আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা। একজন স্বনামধন্য নেতা প্রয়ানে সংগঠনের পক্ষ থেকে নেয়া পদক্ষেপগুলো প্রশংসা কুড়িয়েছে তাদের কাছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ