- নারায়ণগঞ্জ মেইল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোনারগাঁ থানা ছাত্রদলের উদ্যোগে শুক্রবার 20 নভেম্বর সোনারগাঁয়ের কাঁচপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম।
মিলাদ মাহফিল শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের অন্যতম নেতা রুবেল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা ইকবাল প্রধান , আবুল বাশার, খোরশেদ, হালিম, সাইদুর, শাহাজদ্দিন।
সোনারগাঁ থানা ছাত্রদলের উপস্থিত ছিলেন অনিক, মোমিন, রাসেল, আফজাল, আলিফ, ইমরান, নয়ন, জাবির, চয়ন, উজ্জল, ডালিম, গোলজারসহ আরো বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উক্ত সভায় অতিথির বক্তৃতায় রুবেল হোসাইন বলেন – আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের জন্মদিন এ বাংলাদেশের সকলস্তরের জনগণকে শুভেচ্ছা, আওমীলীগ সরকার আমাদের নেতার দেশে না ফেরার জন্য পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে ষড়যন্ত্র করছে যা জনগণের কাছে পরিষ্কার ভাবে পরিলক্ষিত ,কিন্তু জাতীয়তাবাদী নেতাকর্মীরা অসহ্য নির্যাতন সহ্য করেও তাদের নেতাকে বাংলাদেশের স্বার্থে ফিরিয়ে আনার জন্য বদ্ধ্য পরিকর । আন্দোলন চলছে চলবে জনগণের অধিকার, গণতন্ত্র ও দেশ রক্ষায় জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে । সেইসাথে জেলা ছাত্রদলের কাছে আহবান জানান সোনারগাঁ থানা ছাত্রদলের কমিটিতে যেনো সেচ্ছাচারিতা না করা হয়, ভবিষ্যত আন্দোলনের ক্ষেত্রে সোনারগাঁ থানা ইউনিটের গুরুত্ব অপরিসীম ১৮ বছর কমিটি নেই থানায় ক্রায়টেরিয়ায় অনেক নির্যাতিত নেতাকর্মী বাদ পরেছে , জুনিয়ররা যাতে স্বাচ্ছন্দ্য নিয়ে পথ চলতে পারে সেভাবেই কমিটি হওয়া উচিত, জুনিয়র ভিতরে যারা সিনিয়র নির্যাতিত দলের সাথে বিগত আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলো তাদেরকে মূল্যায়ন করলেই ইউনিট শক্তিশালী হবে , আমরা দেখতে পাচ্ছি ফতুল্লা ইউনিট নব কমিটির বেহাল অবস্থা এমন যাতে না হয় সেই অনুরোধ করছি নেতৃবৃন্দর কাছে ।
সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্মদিনে শপথ নিচ্ছি আন্দোলনে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারী সরকারের মোকাবিলা আমরা করার জন্য বিগতদিনের মতো এখনো প্রস্তুত। তাই বলতে চাই সোনারগাঁ ইউনিট কমিটিতে সেচ্ছাচারিতার বিন্দু পরিমাণ অবকাশ থাকলে আমরা মেনে নিতে রাজি নই । আমাদের জেলা নেতৃবৃন্দর কাছে জোর দাবি সঠিক যাচাই ও নেতৃত্বর ভূমিকাকে প্রাধান্য দিয়েই আগামীর কমিটি উপহার দিবেন ।