তৈমূরের পক্ষে মানববন্ধনে ১৯ আইনজীবী, বাকীরা বহিরাগত!

নারায়ণগঞ্জ মেইল: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এড. তৈমুর আলম খন্দকারের পক্ষে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্যানারে আইনজীবীদের মানববন্ধন লেখা থাকলেও সেখানে আইনজীবীদের উপস্থিতি ছিলো খুবই নগন্য, মোটে ১৯ জন। তবে লোক বাড়ানোর জন্যে বেশ কিছু বহিরাগতদের মানববন্ধনে দাড় করাতে ব্যস্ত চেষ্টা দেখা গেছে আয়োজকদের। যদিও আইনজীবীদের মানববন্ধনে বহিরাগতরা কেন সে প্রশ্নের কোন সদুত্তর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, নারায়ণগঞ্জ আদালতপাড়ায় প্রায় ১২০০ জন আইনজীবী রয়েছেন এবং এর একটি বৃহৎ অংশ বিএনপি পন্থী। বিএনপির একজন কেন্দ্রীয় নেতা ও নারায়ণগঞ্জ আদালতপাড়ার সিনিয়র আইনজীবী এড. তৈমূর আলম খন্দকারের পক্ষে আয়োজিত মানববন্ধনে মাত্র ১৯ জন আইনজীবীর উপস্থিতি আদালতপাড়ায় তার দৈন্যদশারই প্রমাণ দেয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। মানববন্ধন চলাকালে অনেক আইনজীবীকে টিপ্পনি কেটে বলতেও শোনা গেছে “নারায়ণগঞ্জ আদালতপাড়ায় অস্তিত্বহীন হয়ে পরেছেন তৈমূর, তার অনুসারী কমতে কমতে শূণ্যের কোঠায় ঠেকার উপক্রম হয়েছে আর এ কারনেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আসন্ন নির্বাচন ঠেকাতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন তৈমূর। কারন নির্বাচন হলে এই ১৯ ভোটেতো আর প্রার্থীকে বিজয়ী করা যাবে না।”

উল্লেখ থাকে যে, গত বছরে এই আদালতপাড়ায় অনুষ্ঠিত একটি অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম। এই দুই সিনিয়র নেতার উপস্থিতিতেও সেখানে আইনজীবী ছিলেন মোট ২১ জন। এ নিয়ে তখন নারায়ণগঞ্জের গণ ম্ধামৈ বেশ লেখালেখি হয়েছিলো আর আদালতপাড়ায় সৃষ্টি হয়েছিলো বেশ হাস্যরসের। এবারো সেই একই নাটকের পুনরাবৃত্তি হলো বলেই মত সাধারণ আইনজীবীদের।

সিনিয়র আইনজীবী এড. রফিক আহমেদের সভাপতিত্বে ও এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় মানববন্ধনে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন । আরোও উপস্থিত ছিলেন এড. শামসুজ্জামান খোকা, এড. আঃ গাফফার, এড.আলম খান, এড. আজিজুর রহমান মোল্লা, এড. আজিজ আল মামুন, এড. আল আমিন সিদ্দিকী, এড. মোহসীন রানা, এড. সুমন মিয়া, এড. সায়েম রানা, এড. আশরাফুল সিরাজী রাসেল, এড. শরীফুল ইসলাম শিপলু, এড. আলী হোসেন, এড. নুরুল আমিন মাসুম, এড. বিউটি আক্তার, এড. আলী আজম ও বেশ কিছু বহিরাগত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ