নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ -৪ আসনের সাবেক সংসদ বীর মুক্তিযােদ্ধা আলহাজ্ব মাে. গিয়াস উদ্দিনের সুস্বাস্থ্য কামনায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাফিল অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার ( ১৪ নভেম্বর ) গােদনাইল কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একসময়ে গিয়াস উদ্দিনের সুস্থতা কামনাকরে মােনাজাত পরিচালনা করেন ধনকুন্ডা জামে মসজিদের পেশ ইমাম মুফতি নাজমুল হক নােমানী। মােনাজাত শেষে মসুল্লিদের মাঝে মিষ্টান্ন বিতরন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ও মুক্তিযােদ্ধাবৃন্দসহ মহানগর যুবদলের সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন মুন্তু। এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলমম মুসা, মিজানুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক আরমান হােসেন, সহ- অর্থ সম্পাদক মো. আয়নল,সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নুরুজ্জামান, শরিফুর রহমান, মাে. আবুল হােসেন, মােয় আমল এখান, ওমান গণি, মােঃ হাসান, মাে. সেলিম, মাে.সেন্টু, নুজ্জামান শােকন, আকাশ,দেলােয়ার, রনি, সরল,নাজিম মাঝি, মােক্তার, আরিফ সাউদ, মাইনুদ্দিন,আবু মিয়া,দিপু, আজিজ, মাে.বাবু,শফিকুল ইসলাম রাব্বি,আমানুল্লা।
মহানগর যুবদলের সদস্য দুলাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।