নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও তার পরিবারের বিরুদ্ধে দেবত্তোর সম্পত্তি দখলের অভিযোগ এনে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কের নারাণগঞ্জ প্রেসক্লাব এলাকায় এ আয়োজন করা হয়। কর্মসূচী শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার প্রশাসক জসীম উদ্দিন এর নিকট প্রদান করা হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাবেক রাষ্ট্রদূত ডা. নিম চন্দ্র ভৌমিক।
আনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দন শীল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসসহ জেলা ও মহানগর এবং উপজেলার নেতৃবৃন্দ।
বক্তব্যে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বাবু চন্দন শীল বলেন, আপনারা এখন যার বিরুদ্ধে অভিযোগ করছেন এক সময় তাকে মেয়র নির্বাচন করার জন্য আমরা আপানাদের অনুরোধ করেছিলাম সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা বলেন, আমাদের হুমকি ধামকি দিবেন না। আমরা রক্ত দিয়ে হলেও জিউস পুকুরের জায়গা উদ্ধার করবো। আরো জায়গা দখল করেছেন আমরা সব জায়গাই উদ্ধার করবো।
সমাবেশে বক্তারা আরো বলেন, আমরা সংখ্যা লঘু বলে বিভিন্ন সময় নির্যাতিত হচ্ছি। আমাদের সম্পত্তি দখল করা হচ্ছে। আমাদের জমি বিক্রি করতে দেয়া হচ্ছে না। খারা দলিল তৈরী করে আামাদের ভোগন্তিতে ফেলছে, কোর্টে কোর্টে দৌড়াতে হচ্ছে। আমরা সংখ্যা লঘু নয় বাঙ্গালী হিসেবে থাকতে চাই।