বিকেল তিনটার মধ্যে বিসর্জন সম্পন্ন করতে হবে: শিখন সরকার

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন বলেছেন, “এসো শারদ আনন্দ ভাগাভাগি করি” এই শ্লোগানকে সামনে এবার আমরা শারদীয় দুর্গোৎসব পালন করছি । এবার পূজার অড়ম্ভতা পরিহার করে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে সাহায্য সহযোগিতা করছি । সেই সাথে পুজোর আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিচ্ছি । এবার পুজো হচ্ছে, উৎসব হচ্ছে না। নারায়ণগঞ্জে পুজোর সার্বিক পরিস্থিতি সন্তোষজনক । এর জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশকে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি । আগামীকাল বিজয়া দশমীতে বিকেল তিনটার মধ্যে প্রতিমা বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করতে নারায়ণগঞ্জ পুলিশের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি ।

রোববার ( ২৫ অক্টোবর ) শহরের চাষাঢ়াস্থ শ্রী শ্রী গোপাল জিউর বিগ্ৰহ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান সঞ্চালনার সময় তিনি এসব কথা বলেন ।

শ্রী শ্রী গোপাল জিউর বিগ্ৰহ মন্দিরে সেবায়েত মোদন মোহন দাসের সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় এবং লাঙ্গলবন্দ স্নান উৎসব কমিটির সভাপতি সরোজ কুমার সাহার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন । আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, সদর মডেল থানার ওসি মো.আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন ) কামরুল ইসলাম বেগ,জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, মহানগরের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক সঞ্জয় দাস, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্যসহ নেতৃবৃন্দ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ