আনোয়ার প্রধানের নেতৃত্বে ১৩ নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ

নারায়ণগঞ্জ মেইল: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট আবুল কালামের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ সদর থানার অন্তর্গত ১৩ নং ওয়ার্ডে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের সভাপতিত্বে এবং সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণায় ১৩ নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ঘুরে ধানের শীষের পক্ষে ভোট চান তারা।

শহরের আমলাপাড়া থেকে শুরু হয়ে নির্বাচনী জনসংযোগ কালিবাজার, চাষাঢ়া বালুর মাঠ, কলেজ রোড, জামতলা, মাসদাইর, বোয়ালিয়া খাল হয়ে গলাচিপা রেললাইন মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট আবুল কালাম দুহাত নেড়ে সকলকে ধানের শীষের শুভেচ্ছা জানান এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক রেজা রিপন, আবুল কাওসার আশা, ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ