নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান “লার্নিং ট্রি চাইল্ড অর্গানাইজেশন” এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বাধা চর বাদ আসর শহরের চাঁদমারি এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এই আয়োজন করা হয়।
লার্নিং ট্রি চাইল্ড অর্গানাইজেশন এর সভানেত্রী রহিমা খাতুন রিতার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এফ এম জিয়াউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ রানা রনি, ব্যবসায়ী আলী ইমরানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সমাজের বোঝা নয়, তাদেরকে ভালোবাসা দিতে হবে। একজন সুস্থ বাচ্চাকে যতটুকু আদর সোহাগ ভালোবাসা দেয়া উচিত, এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে তারচেয়েও বেশি আদর যত্ন দিয়ে বড় করে তুলতে হবে। লার্নিং ট্রি চাইল্ড অর্গানাইজেশন আমাদের এই বিশেষ বাচ্চাদের যত্ন সহকারে পড়ালেখায় শিখাচ্ছে, যা খুবই প্রশংসনীয় উদ্যোগ। আমি অন্তরের অন্তস্থল থেকে তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে এই ধরনের প্রতিষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে লার্নিং ট্রি চাইল্ড অর্গানাইজেশন এর সভানেত্রী রহিমা খাতুন রিতা বলেন, আমরা অনেক প্রতিকূলতা অতিক্রম করেও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছি। আমরা তাদেরকে আদর ভালোবাসা দিয়ে পাঠদানের করানোর পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করছি। সরকারের সমাজসেবা অধিদপ্তর যদি আমাদের এধরনের প্রতিষ্ঠানগুলোর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতো, পাশাপাশি সমাজের সামর্থ্যবানরা যদি এগিয়ে আসতো তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আরো ভালোভাবে বেঁচে থাকার সুযোগ পেতো। আমি সকলের সহযোগিতা কামনা করছি।
এ সময় শতাধিক দুঃস্থ মানুষের মাঝে শীতবস্তু বিতরণ করা হয়।
