খালেদা জিয়ার মাগফেরাত কামনায় কাশিপুরে দোয়া ও কম্বল বিতরণ

নারায়ণগঞ্জ মেইল: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচিও পালন করা হয়।

শুক্রবার (১৬ জানুয়ারী) বিকালে কাশিপুর হাটখোলা এলাকায় যুব সমাজের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কারভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শহীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পী চিশতী।

সাব্বির আহাম্মেদ শহিদ বলেন, আমাদের সদ্য প্রয়াত গনতন্ত্রের মা জননী বেগম খালেদা জিয়া দেশের সর্বস্তরের মানুষের কাছে কতটুকু জনপ্রিয় ছিলেন তা আপনারা সবাই দেখেছেন। মুসলিম দেশের সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর অন্যতম কারন হচ্ছে তিনি দেশের সাধারন মানুষের কল্যানেই রাজনীতি করেছেন।

বাপ্পি সিকদার বলেন, শুধুমাত্র দেশের মানুষের কথা ভেবে বিগত ফ্যাসিষ্ট সরকারের পাতা ফাদে পা দেননি খালেদা জিয়া। তিনি সব সময় বলতেন, বিদেশে আমার কেউ নেই দেশের সাধারন জনগনই আমার সবকিছু। তাই আমি দেশেই থাকবো এবং দেশের মাটিতেই মৃত্যুবরন করবো। আমরা বেগম জিয়াকে হারাইনি হারিয়েছে একজন অভিভাবককে। যে অভিভাবক ছিলেন গনতন্ত্রের মাতা। যিনি তার চিন্তা-চেতনায় শুধুমাত্র দেশের সাধারন মানুষকে নিয়ে ছিলেন।

নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী যুবদল নেতা মোঃ মোল্লা বাপ্পির সভাপতিত্বে ও যুবদল নেতা মাহবুবুর রহমান বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন , সৈকত হাসান ইকবাল, মোঃ আওলাদ হোসেন , সাইদুল, মোঃ বরকত ,মোহাম্মদ সিরাজ, মোঃ হোসেন ,মোহাম্মদ হাঞ্জালা ,সাখাওয়াত , মেহেদী হাসান, পরশ , মোঃ মোল্লা রবিন যুবদল নেতা টিটু, রুবেল, জুবায়ের ,সুজন ,বাবু ,জব্বার ,রাজু, ফয়সাল, সানিসহ যুব সমাজের নেতৃবৃন্দরা।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ