কাশিপুরে খাঁজা গরীবে নেওয়াজ স্মরণে ওয়াজ ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ মেইল: কাশিপুরে সুলতানে হিন্দ আতায়ে রাসূল হয়রত সৈয়দ খাঁজা গরীবে নেওয়াজ মঈনউদ্দীন চিশতী হাসান ছানজেরী আল আজমিরী (রহ.) এর স্মরণে ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৬ ডিসেম্বর ) বাদ আছর ফতুল্লা থানাধীন কাশিপুর হোসাইনি নগর আজমিরি আবাসিক এলাকার বিপরিত পার্শ্বে, আল হোসাইনি জামে মসজিদের পূর্ব পাশে মোল্লার মাঠে এই ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


এ সময় খাঁজা গরীবে নেওয়াজ ওরশ কমিটির সভাপতি শিকদার বাপ্পী চিশতীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাজা গরীবে নেওয়াজ ওরশ কমিটির প্রধান উপদেষ্টা এবং ফরাজীকান্দা সালেহিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হযরত মাওঃ মুহাঃ হাছান মোল্লা।


অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন, সুমধুর কন্ঠস্বরের অধিকারী, ইসলামী চিন্তাবিদ পিরোজপুর নেছারাবাদ ছারছিনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওঃ মুফতি হাফজ মোঃ বোরহান উদ্দিন সালেহী।
বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন, হযরত মাওঃ মুফতি মোঃ নাঈমুর রহমান হুসাইনী, হাফেজ মুফতি মোঃ আবু বকর সিদ্দিকী, মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ আশরাফী এবং মাওলানা আমিমুল ইসলাম।


এ সময় প্রধান বক্তা খাঁজা গরীবে নেওয়াজ এর জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বিশেষ বক্তারা, আমাদের জীবনকে কিভাবে কুরআন সুন্নার আলেকে গঠন করতে হয়, সেই লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বয়ান করেন।


এছাড়াও স্হানীয় ওলামা কেরামগণ কেরাত, গজল,নাতে রাসূল পাঠসহ ওয়াজ করেন। পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা, জিয়াউর রহমান এবং আরাফাত রহমান ককোর রুহের মাগফিরাত কামনা সহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে রক্ষা ও জাতীর জানমালের হেফাজত কামনা করে মিলাদ মাহফিল, দোয়া করা হয়।


এ সময় খাজা গরীবে নেওয়াজ ওরশ কমিটির সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন বিদ্যুৎ এর তত্ত্বাবধানে এবং ওরশ কমিটির দপ্তর সম্পাদক ও সরকারি কদম রসূল কলেজের প্রভাষক মুহাম্মদ আল মামুনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহিদ হাসান,সাব্বির আহম্মেদ, মিঠু ভূইয়া, কবির হোসেন, রবিন খাঁন,বাপ্পি চৌধুরী, আমির ফয়সাল, দিদার হোসেন, শরিফ মাদবর, হাজী সেলিম,জিল্লুর রায়হান, মোল্লা রবিন, আবু তাহের, আনোয়ার হোসেন,আঃ মালেক, রায়হান হিরু, বাবু মাদবর, মমিন আলী, শহিদ ভূইয়া, শহিদ হোসেন, বাবুল হোসেন, শাহীন আল কাদেরী,রকি মাদবর, হিরা সরদার, সাদ্দাম হোসেন, নিরব হোসেন,ইমরান হোসেন ও জাকির হোসেন, শরীফ (কিরন), পাবেল শিকদার,খান সুমন,আকাশ আহম্মেদ পায়েল, ডালিম মামুন, ফয়সাল সরকার প্রমুখ।


ওয়াজ মাহফিল শেষে হাজার হাজার ধর্মপ্রান মুসল্লীরা আল্লাহর কাছে কবর বাসীদের জন্য বিশেষ দোয়া সহ নিজেদের জন্য রহমত,বরকত, হেদায়েত ও হিকমা কামনা করে এই ওয়াজ মাহফিল ও দোয়ায় অংশ নেয়।
মাহফিল শেষে সবার মাঝে তবারক বিতরন করা হয়।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ