ঐক্যের ভিত্তিতে শ্রমিকের অধিকার রক্ষা করতে হবে: জোসেফ

নারায়ণগঞ্জ মেইল: শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও কল্যাণ নিশ্চিত করাই এই কমিটির প্রধান লক্ষ্য।শ্রমিকদের ভালোবাসা ও আস্থার ভিত্তিতেই আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। এই কমিটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়—এটি নিতাইগঞ্জের প্রতিটি শ্রমিক ভাইয়ের কমিটি। নিতাইগঞ্জ লোড আনলোড শ্রমিক ইউনিয়নের ( ঢা– ৩৫৮৭) এর নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিত সভায় সভাপতির বক্তব্য এসব কথা বলেন মাজহারুল ইসলাম জোসেফ।
ইউনিয়নের ভেতরে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে জেসেফ বলেন, “কোনো বিভেদ নয়—ঐক্যই হবে আমাদের শক্তি। সমস্যা হলে আলোচনার মাধ্যমে সমাধান করব। সংঘাত নয়, শান্তিপূর্ণ পথেই আমরা এগিয়ে যেতে চাই।


তিনি আরো বলেন, শ্রমিক ইউনিয়নকে রাজনীতির ঊর্ধ্বে রেখে সংগঠনের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিভেদ নয়—ঐক্যই হবে আমাদের শক্তি। সামনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় শ্রমিক সমাজকে সুসংগঠিত থাকতে হবে।


সোমবার ( ২২ ডিসেম্বর) বিকালে নিতাইগঞ্জ তোলারাম মোড়ে নিতাইগঞ্জ লোড আনলোড শ্রমিক ইউনিয়নের ( ঢা– ৩৫৮৭) এর আয়োজিত কার্যনির্বাহী কমিটির পরিচিত সভায় কেএম মাজহারুল ইসলাম জোসেফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতাইগঞ্জ পাইকারি ও খুচরা ব্যাবসায়ী মালিক সমবায় সমিতির সভাপতি শংকর সাহা।


এ সময় শংকর সাহা বলেন, শ্রমিকদের ঐক্য ও শৃঙ্খলাই একটি সংগঠনের মূল শক্তি। নিতাইগঞ্জের ব্যবসা ও শ্রমিক সমাজ একে অপরের পরিপূরক। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নবনির্বাচিত কমিটির মাধ্যমে শ্রমিক ইউনিয়ন আরও গতিশীল হবে এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এ সময় উপস্থিত ছিলেন নিতাইগঞ্জ লোড আনলোড শ্রমিক ইউনিয়নের ( ঢা– ৩৫৮৭) এর সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, সহ সভাপতি মোঃ শাহজালাল ও আলক ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, আলআমিন শান্ত এবং আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আক্কাস ফরাজী।


উল্লেখ্য নিতাইগঞ্জ লোড আনলোড শ্রমিক ইউনিয়ন (ঢা– ৩৫৮৭) এর ১২ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবদল নেতা শফিকুল আলম মুক্ত, আতিকুর রহমান সবুজ, হাজী সাঈদ, শিকদার বাপ্পি, মহানগর জিসাস নেতা মোঃ আলআমিন, এম এ মান্নান, মনা, শাহীন ঢালী, আলফু প্রধান, সফর আলী ভূইয়া, মাসুম, কাজল, হারুন, শরীফ প্রমুখ।


এছাড়াও অনুষ্ঠানে টানবাজার লোড- আনলোড, ডাইলপট্টি লোড- আনলোড, মহানগর ঘাট শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ