প্রচেষ্টা সামাজিক সংগঠনের ৭ম বর্ষপূর্তি পালন

নারায়ণগঞ্জ মেইল: “প্রচেষ্টা প্রয়োজনে পাশে দাঁড়াবার” সামাজিক সংগঠনের ৭ম বর্ষ পদার্পন উদযাপন উপলক্ষে বিনামূল্যে সুন্নতে খাৎনা, রক্তের গ্রুপ নির্নয়, গুনীজন সম্মাননা এবং বিভন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।


রবিবার ( ২১ ডিসেম্বর ) শহরের ১নং বাবুরাইল বটতলা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে “প্রচেষ্টা প্রয়োজন পাশে দাঁড়াবার” সামাজিক সংগঠনের সভাপতি পায়েল হোসেন আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফ।
এ সময় জোসেফ বলেন, প্রচেষ্টা সামাজিক সংগঠনের এই মানবিক ও কল্যাণমূলক কর্মসূচিতে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। আজকের এই সুন্নাতে খাৎনা ও রক্ত নির্ণয় কর্মসূচি সমাজের প্রতি আপনাদের দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।


প্রচেষ্টা সামাজিক সংগঠন গত সাত বছরে যে সামাজিক দায়িত্ববোধ, মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। বিশেষ করে শিশুদের সুন্নাতে খাৎনা এবং সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্ত নির্ণয় কর্মসূচি—এ ধরনের উদ্যোগ সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক বাস্তব প্রয়াস।
আমরা বিশ্বাস করি, রাজনীতি হোক বা সামাজিক আন্দোলন—মানুষের কল্যাণই হওয়া উচিত সব কর্মকাণ্ডের মূল লক্ষ্য। যুবসমাজ যদি এভাবে মানবিক কাজে এগিয়ে আসে, তবে একটি সুন্দর, সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।


আমি আয়োজক সংগঠনের সকল নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, চিকিৎসক ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও প্রচেষ্টা সামাজিক সংগঠন মানবসেবায় আরও বড় পরিসরে কাজ করবে—এই প্রত্যাশা করি।
সবশেষে তিনি এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।


সংগঠনের সভাপতি পায়েল হোসেন আকাশ জানান, দিনব্যাপী কার্যক্রমের মাঝে তারা বিনামূল্যে ১২০টি সুন্নাতে খাৎনা, প্রায় ৭০০ জনকে রক্তের গ্রুপ নির্নয়ে সহায়তা করা এছাও প্রায় ৪০টি সামজিক সংগঠনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য তাদের সংবর্ধনা দেওয়া হয়। পরিশেষে কেক কেটে সংগঠনের ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা ট্রাক,ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব সাব্বির আহমেদ শহীদ এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা শিকদার বাপ্পি, আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, হাজী সাঈদ, মাসুম, কাজল, মোল্লা রবিন, মোল্লা বাপ্পি, রবিন খান।


মোঃ সোহেল এবং অপু রায়হানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রচেষ্টা সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মিরাজ হোসাইন নাদিম, সাংগঠনিক সম্পাদক এম ডি সোহেল, মেহেদী হাসান, ইফাত,আকবর, বাপ্পি, সাদ্দাম, আকবর, নাঈম, মুন্না,নাঈম, শ্যামল, রাহাত,আলামিন, মো:আলী, সোহাগ, শুভ,হাবিব, আজমীর, সানী, কবির, সাগর প্রমুখ

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ