দিপু চন্দ্র দাসের আত্মার শান্তি কামনায় পূজা পরিষদের প্রার্থনা

নারায়ণগঞ্জ মেইল: ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হত্যার শিকার হিন্দু যুবক দিপু চন্দ্র দাসের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় চাষাঢ়া গোপাল জিউর মন্দির প্রাঙ্গনে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় দিপু চন্দ্র দাসের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সেই সাথে নির্মম হত্যাকাণ্ডে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।

প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা ও সাধারণ সম্পাদক সুশীল দাসসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর রাত ৮টার দিকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিংহের ভালুকায় কারখানার ভেতরে একদল শ্রমিক দিপু চন্দ্র দাসকে আমি মারধর শুরু করেন। মারধরের একপর্যায়ে হামলাকারীরা দিপুকে কারখানার বাইরে নিয়ে যায়। সেখানে স্থানীয় লোকজনও তাদের সঙ্গে যোগ দেয় এবং পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারীরা তার মরদেহে আগুন ধরিয়ে দেয়। এতে মরদেহ আংশিক পুড়ে যায়। পুলিশ পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ