মহান বিজয় দিবসে ঐক্য পরিষদের শ্রদ্ধা নিবেদন

নারায়ণগঞ্জ মেইল: মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার ১৬ই ডিসেম্বর সকালের চাষাড়া বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস এবং মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টানের পরিষদের সভাপতি লিটন পালের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ শোভাযাত্রাসহ চাষাঢ়া বিজয়স্তম্ভে এসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বিশেষ প্রার্থনা করেন। সেইসাথে দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ