নারায়ণগঞ্জ মেইল: মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পি চিশতি। রবিবার (১৪ ডিসেম্বর) এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানান তিনি।
শিকদার বাপ্পি বলেন, ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের প্রেরণা ও শক্তির উৎস।
এই মহান দিনে আমরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করি। যুবসমাজকে দেশ গঠনে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। মহান বিজয় দিবসের এই দিনে সবাইকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা।
