নির্বাচনে নাশকতার ছক কষছে ওসমান পরিবার

নারায়ণগঞ্জ মেইল : আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বহুল আকাঙ্ক্ষিত এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলগুলো। সেই সাথে দীর্ঘদিন পর নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আশায় দিন গুণছেন দেশের মানুষ।

নতুন বাংলাদেশের প্রথম নির্বাচনকে ঘিরে ভোট উৎসবে মেতে ওঠার আগেই শঙ্কাও তৈরি হচ্ছে। পতিত সরকারের কুচক্রী মহল নির্বাচন বানচালের লক্ষ্যে নাশকতার পরিকল্পনা করছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারপাশে। ইতিমধ্যে ঢাকায় সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী উপর হত্যা চেষ্টা হয়েছে। এ নিয়ে সারাদেশে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভোটারদের মাঝে।

সারাদেশের মতো নারায়ণগঞ্জেও নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা নিরাপত্তাহীনতা বোধ করছেন। নারায়ণগঞ্জের তথাকথিত গডফাদার ওসমান পরিবার নির্বাচনে নাশকতা ছড়াতে পারে বলে আশঙ্কা সর্বত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৫ বছরে লুট করা কোটি কোটি কালো টাকা দিয়ে শামীম ওসমান ও তার বাহিনী নারায়ণগঞ্জে সহিংসতা ঘটানোর পায়তারা করছে। অবিলম্বে এদেরকে চিহ্নিত করে ব্যবস্থা না নিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অনুসন্ধান বলছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে নাশকতার পরিকল্পনা করছে ওসমান পরিবার৷ অনলাইন প্ল্যাটফর্ম টেলিগ্রাম গ্রুপে তথ্য আদান-প্রদান করছে ওসমান পরিবার ও তাদের অনুসারীরা। ওসমান পরিবারের প্রেসক্রিপশনে নারায়ণগঞ্জকে বিশৃঙ্খলার ছক করছে তারা।

অনুসন্ধানে আরও জানা যায়, তাদের পরিকল্পনা অনুযায়ী নারায়ণগঞ্জের দুইটি আসনে ওসমান পরিবারের পক্ষে দুইজন স্বতন্ত্র প্রার্থী দাঁড় করানো হয়েছে। এছাড়াও বিএনপির দুইজন প্রার্থী ওসমান পরিবারের সম্পদ ও নারায়ণগঞ্জে থাকা নেতাকর্মীদের শেল্টার দিচ্ছেন।

টেলিগ্রাম গ্রুপের তথ্য অনুযায়ী, বিগত দিন ওসমান পরিবারের সাথে আঁতাত করে যে সকল বিএনপি নেতারা রাজনীতি করতেন তারা সাথে যোগাযোগ করে এলাকায় ফিরতে শুরু করেছে ওসমান পরিবারের অনুসারীরা। সেলিম ওসমান, শামীম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানের ঘনিষ্ঠজনরা স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের সাথে রয়েছেন। ইতিমধ্যে এমন বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও স্থানীয় দৈনিক পত্রিকাগুলোতে সংবাদ প্রকাশিত হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী কতিপয় বিএনপি নেতাদের সাথে মিশে যাচ্ছে ওসমান পরিবারের অনুসারীরা। এরইমধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ওসমান পরিবারের পক্ষে মিছিল হয়েছে ঢাকা ও নারায়ণগঞ্জে। মূলত নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে বড় ধরনের নাশকতার পরিকল্পনা তাদের।

নির্বাচনকে সামনে রেখে নাশকতা রোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি জানতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, নাশকতার পরিকল্পনায় তারা শুধু অনলাইনে সীমাবদ্ধ। বাস্তবে তাদের কোন অস্তিত্ব নেই। পুরনো ভিডিও দিয়ে তারা প্রচার চালাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। নাম্বার প্লেট বিহীন মোটর সাইকেল আটক করা হচ্ছে।

সেলিম ওসমান নিয়মিত অফিস করে এমন তথ্যের প্রমাণ থাকলেও কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না- এমন প্রশ্নের জবাবে তারেক আল মেহেদী বলেন, তাকে গ্রেফতারে আমরা দুইবার অভিযান পরিচালনা করেছি৷ গত একমাস ধরে তারা প্রতিষ্ঠানের সামনে আমাদের গোয়েন্দা রয়েছে।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ