নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, নৌকার জন্মস্থান নারায়ণগঞ্জ। এখানে নৌকা থাকার কথা, লাঙ্গল নয়। তবে আমি কথা দিচ্ছি নৌকার জন্মস্থানে নৌকাই থাকবে, আর লাঙ্গল থাকবে না। আপনারা সবাই ঐক্যবদ্ধ হোন, আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রিপন ভাওয়ালের সার্বিক তত্ত্বাবধানে নতুন পালপাড়া পুনঃ নির্মিত সার্বজনীন পূজা মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংসদ সেলিম ওসমান বলেন, আমি ইতিমধ্যে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে আলাপ করেছি৷ নারায়ণগঞ্জের মানুষ যাতে সুখে থাকতে পারে সে আলোচনার জন্য আমরা খুব তাড়াতাড়ি বসার ব্যবস্থা করবো৷ আমরা অনেক ঝগড়া করেছি৷ অনেক গালমন্দ করেছি৷ আমরা জানি না আগামীতে কাকে আনবো৷ এমনও হতে পারে, তার ভালো কাজের জন্য তাকেই আমরা মেয়র হতে আবারও অনুরোধ করবো৷ কারণ এত দীর্ঘ সময় একটা মানুষ যে চেয়ারে আছেন তিনি অনেক কিছু শিখতে পারেন৷
সেলিম ওসমান বলেন, ‘প্রতিটা ইউনিয়নে একটা স্কুল বানানোর চেষ্টা করেছি৷ ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলতে হবে৷ যেকোনো অনুষ্ঠানে আমরা একত্রে বসতে পারি৷ আলোচনা করতে পারি, আনন্দ করতে পারি৷ হিন্দু-মুসলমান একত্রে মিলেমিশে আমরা থাকি৷’
করোনা সংক্রমন রোধে সাধারণ মানুষের সচেতনতা জরুরি প্রয়োজন উল্লেখ করে সাংসদ বলেন, ‘অনেকেই মাস্ক ব্যবহার করছেন আবার অনেকেই মাস্ক ব্যবহার করছেন না৷ বেঁচে থাকতে হলে মাস্ক পড়তে হবে৷ মাস্ক ছাড়া বের হলে কিন্তু আইনগত ব্যবস্থা নেবারও নির্দেশ আসছে৷ হাত ধোয়ার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে৷ নারায়ণগঞ্জে পূজা মন্ডপগুলোতে করোনার সতর্কতা থাকতে হবে৷’
তিনি আরও বলেন, ‘আমরা নারায়ণগঞ্জবাসী দুর্ভাগা৷ বড় কোনো অন্যায় করেছি আমরা৷ নাহলে শীতলক্ষ্যা নদীতে কেন ব্রিজ হয় না৷ আমাদের কোষা নৌকাতে মারামারি করে নদী পার হতে হয়৷ অথচ ব্রিজ দুইটা হওয়ার কথা৷ নারায়ণগঞ্জে ডবল রেললাইন হচ্ছে৷ এখন আবার রেললাইন উপর দিয়ে যেতে হবে বলে দাবি উঠেছে৷ দেখা যাক কী হয়৷’
উপস্থিত অন্যান্য ব্যক্তিদের বক্তৃতায় দেওভোগের ঐতিহ্যবাহী জিউস পুকুর প্রসঙ্গে সেলিম ওসমান বলেন, ‘জনপ্রিতিনিধিদের সাথে আলোচনায় বসাটা জরুরি৷ আলোচনায় বসলেই সমাধান হবে৷ খুব গরম গরম বক্তৃতা শুনলাম জিউস পুকুর নিয়ে৷ জিউস পুকুর কেউ নিয়ে যায়নি৷ দুই পক্ষ আলোচনায় বসতে পারলে আদালত সিদ্ধান্ত দিতে পারবে এই পুকুরের মালিক কারা৷’
নতুন পালপাড়া পূজা কমিটির সভাপতি এডভোকেট মন্টু ঘোষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, সিনিয়র সহসভাপতি চন্দন শীল, এফবিসিসিআই পরিচালক প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন প্রধান, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, নারী কাউন্সিলর শারমীন হাবিব বিন্নি, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার দাস প্রমুখ।