নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-২৫৫৮) বিশেষ সাধারণ সভা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও হাসান আহমেদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) বিকেলে ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন পঞ্চবটি শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সচিব সাব্বির আহম্মেদ শহীদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার জন্য বিশেষ ভাবে দোয়া করবেন। তিনি এমন একজন নেত্রী যিনি কখনো দেশের প্রশ্নে আপোষ করেন নি। তিনি শুধুমাত্র আমাদের দলের না তিনি দেশের সম্পদ। তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেজন্য দোয়া করবেন। আজকে যে জন্য আমরা এখানে একত্রিত হয়েছি সেই শ্রমিক ভাইদের বলবো আমরা চাই শ্রমিক যেন তার ন্যায্য অধিকার পায়। যখনই আপনাদের কোনকিছুর প্রয়োজন হবে বা কোন কিছু জানার দরকার হবে সরাসরি আমাদেরকে জানাবেন। আমাদের কাছে আসতে কোন বাঁধা নেই, যখন ইচ্ছে হবে চল আসবেন। আমরা পূর্বেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো।
প্রধান বক্তা শিকদার বাপ্পী চিশতি তার বক্তব্যে বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ্য, আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন। আপনাদের যেকোন প্রয়োজনে আমাদের জানাবেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
বক্তব্য পরবর্তী মিলাদ শেষে দেশনেত্রী বেগম জিয়া, ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক হাসান আহামদ সহ যারা অসুস্থ্য রয়েছেন সকলের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে যুবদল নেতা পারভেজের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান লিটন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির সদস্য মালেক সরদার, প্রধান বক্তা ছিলেন, শিকদার বাপ্পি চিশতী ও বিশেষ বক্তা ছিলেন, লুৎফর রহমান মন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন, মস্তান প্রধান, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক সুমন, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আরিফ হোসেন মানিক, শহিদুল ইসলাম, রফিক, আওলাদ, হাফিজ উদ্দিন টিটু, মাহবুব, সুলতান, খন্দকার প্রমুখ।
