খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন আনোয়ার প্রধান

সংবাদ বিজ্ঞপ্তি: গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান। শুক্রবার (২৮ নভেম্বর) মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে বেগম জিয়ার সুস্থতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটময় বলে জানিয়েছেন তার চিকিৎসক। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে দেশি-বিদেশি চিকিৎসকের মাধ্যমে সিসিইউতে খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মেডিকেল বোর্ড বসেছিল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীসরহ সিনিয়র কয়েকজন নেতা তাকে দেখতে গিয়েছিলেন।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ