নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় ঘোষিত এমপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ওরফে মডেল মাসুদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মনোনয়ন ঘোষণার পর থেকে এ পর্যন্ত রাজনৈতিক মাঠে আর তাকে দেখা যায়নি। তার এই রহস্যজনক গায়েব হয়ে যাওয়ার ঘটনায় সন্দেহের দানা বাঁধছে নেতাকর্মীদের মনে।
ঘটনা সূত্র প্রকাশ, নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সদর থানা এবং বন্দর থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসন। এই আসনে বিএনপির রাজপথের ত্যাগী অনেক নেতাকর্মী মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম উঠে যায় শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ ওরফে মডেল মাসুদের। যার বিরুদ্ধে স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে নারায়ণগঞ্জের আতঙ্ক গডফাদার ওসমান পরিবারের সাথে সখ্যতা ছিল বলে গুরুতর অভিযোগ রয়েছে।
গত ৩ নভেম্বর সারা দেশে ২৩৭ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। এই তালিকায় নারায়ণগঞ্জ-৫ আসন থেকে শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ ওরফে মডেল মাসুদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম ঘোষণার পর থেকেই আর কোথাও দেখা যাচ্ছে না মাসুদুজ্জামান মাসুদকে। দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না এই এমপি প্রার্থী। গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানেও দেখা মিলেনি তার। যদিও তার পক্ষ থেকে নগরীতে বিশাল শোডাউন করা হয়েছে কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না মাসুদুজ্জামান মাসুদ।
তার এই আকস্মিক গায়েব হয়ে যাওয়াকে রহস্যজনক মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নেটিজেনরা এটাও বলছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতাদের সাথে তার অনেক আগে থেকেই সখ্যতা রয়েছে। তাই নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য তাদের সাথে গোপন সাক্ষাৎ সেরে নিচ্ছেন মডেল মাসুদ।
অবশ্য এ বিষয়ে জানতে মাসুদুজ্জামান মাসুদের বেশ কয়েকজন কর্মী সমর্থকের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, মাসুদুজ্জামান ব্যবসায়িক কাজে দেশের বাইরে রয়েছেন। খুব সম্প্রতি তিনি দেশে ফিরবেন এবং রাজনৈতিক কর্মসূচি পালন করবেন।
