ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা চঞ্চলের শয্যা পাশে সাখাওয়াত

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন চঞ্চল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শহরের হেলথ রিসোর্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অসুস্থ আলমগীর খান চঞ্চলকে দেখতে এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা আলমগীর হোসেনের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এডভোকেট সাখাওয়াত। তিনি আলমগীর খান চঞ্চলের দ্রুত আরোগ্য কামনা করেন।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ