নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াসউদ্দিনের বাড়িতে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসন থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় থাকা সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
শনিবার (৮ নভেম্বর) গিয়াসউদ্দিনের সিদ্ধিরগঞ্জের বাসভবনে গিয়ে তার সাথে দেখা করেন মান্নান।
এ সময় গিয়াসউদ্দিনের কাছে সহযোগিতা কামনা করেন মান্নান। মান্নানকে মিষ্টিমুখ করান গিয়াসউদ্দিন এবং ধানের শীষের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু প্রমুখ।
