জোসেফ-সাগরের নেতৃত্বে যুবদলে নতুন প্রাণের সঞ্চার

নারায়ণগঞ্জ মেইল: ঝিমিয়ে পড়া নারায়ণগঞ্জ মহানগর যুবদলে নতুন প্রাণের সঞ্চার করেছেন মাজহারুল ইসলাম জোসেফ এবং সাগর প্রধান। বঞ্চিত নেতাকর্মীদেরকে একটি প্লাটফর্মে দাঁড় করিয়ে নিয়মিত কর্মসূচি পালন করছেন তারা। এতে করে হতাশায় নিমজ্জিত নেতাকর্মীদের মাঝে আবার নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে।

সূত্রে প্রকাশ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটির প্রতি অভিযোগের শেষ নেই তৃণমূল নেতাকর্মীদের। দীর্ঘদিন যাবত তিনজনের কমিটি থাকার পরে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যেখানে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি বরং যারা আহ্বায়ক এবং সদস্য সচিবের নিজ বলয়ের লোক তাদেরকেই পদায়ন করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে আসছিল বঞ্চিত নেতাকর্মীরা।

তাছাড়া ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির গঠন হওয়ার পরে তৃণমূল নেতাকর্মীরা দাবি করেন তাদের ইউনিট কমিটি গঠন করার জন্য। বর্তমান কমিটির আহবায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব সাহেদ আহমেদ প্রতিটা ইউনিটে কর্মী সম্মেলনের ডাক দেন এবং কয়েকটি কর্মীসভা অনুষ্ঠানের পর রহস্যজনক কারনে মাঝপথে কর্মী সম্মেলন থামিয়ে দেয়া হয়। এতে করে থেমে যায় ইউনিট কমিটি গঠনের সকল প্রক্রিয়া। ফলে দীর্ঘদিন রাজনৈতিক পরিচয় ছাড়া নেতাকর্মীরা পরিচয়হীনই থেকে যায়।

এভাবে জমতে জমতে অভিযোগের পাহাড় গড়ে ওঠে মহানগর যুবদলের মাঠ পর্যায়ের নেতা কর্মীদের মনে। দীর্ঘদিন মহানগর যুবদলের অংশ হয়ে থাকা একটি বলয়কে পুরোপুরি মাইনাস করে দেয়ায় হতাশায় নিমজ্জিত হয়ে পড়েন তারা। তাদেরকে সেই হতাশা থেকে টেনে তোলার দায়িত্ব নেন যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ এবং বর্তমান আহবায়ক কমিটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান। তারা দুজন অসহায় বঞ্চিত নেতাকর্মীদেরকে বুকে টেনে নেন এবং বর্তমান কমিটির সাথে পাল্লা দিয়ে কর্মসূচি পালন করা শুরু করেন। সেই সাথে জেগে ওঠে মহানগর যুবদলের হারিয়ে যাওয়া সেইসব নেতাকর্মীরা যারা একসময় যুবদল থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছিলেন। তাদের মনে এখন নতুন প্রাণের সঞ্চার হয়।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ