সাংবাদিক উত্তম সাহার বিরুদ্ধে অপপ্রচারে পূজা পরিষদের নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিবৃতি: নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপণ পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপণ পরিষদ। সেই সাথে পরিষদের জেলা সভাপতি দীপক কুমার সাহার বরাত দিয়ে যে সংবাদ ছাপানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া, দিপক কুমার সাহা এ ধরনের কোন বক্তব্য মিডিয়াতে কখনো দেননি বলে জানিয়েছে পূজা পরিষদ। বুধবার ২১ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানান জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।


সংগঠনের সভাপতি সম্পাদক স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে কোন প্রকার বিভেদ বিভক্তি নেই। আমাদের সকলের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক বিদ্যমান। কিন্তু একটি মহল এই বন্ধনকে ছিন্ন করার অপপ্রয়াসে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিতে চাইছে। সাংবাদিক উত্তম সাহা বিলুপ্ত নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপণ পরিষদের যুগ্ম সম্পাদক ছিলেন এবং বর্তমানে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটিতেও তার নাম যুগ্ম সম্পাদক হিসেবে প্রস্তাব করা হয়েছে। তাই এ নিয়ে বিভ্রান্তির কোন অবকাশ নেই। যারা গণমাধ্যমে মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে পূজা পরিষদের মাঝে বিভক্তি সৃষ্টির পায়তারা করছে, তারা দেশ ও জাতির শত্রু। আমরা নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এ ধরনের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে ভবিষ্যতে এ ধরনের ঘৃণিত কাজ থেকে বিরত থাকার আহবান জানাই, অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। রাত পোহালেই হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শুরু হচ্ছে। এ াানন্দের মুহুর্তে আমরা কোনপ্রকার বিদ্বেষমূলক আচরণ আশা করিনা। সমগ্র নারায়ণগঞ্জবাসীকে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপণ পরিষদের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ