নারায়ণগঞ্জ মেইল: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা মায়ের পূজা বা দীপাবলি উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি শংকর কুমার দে এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়, “শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা ২০২৫ ইং” বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের পক্ষ থেকে সবাইকে শ্যামা পূজার শুভেচ্ছা। শুভ দীপাবলীর মঙ্গলঘট ও প্রতিমা দর্শন।
আগামীকাল ২০/১০/২০২৫ ইং শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা। হেমন্তের আগমনে শিশির সিক্ত সন্ধ্যায় ঘরে ঘরে জ্বলে উঠবে শুভ দীপাবলীর মঙ্গল প্রদীপ।
অমাবস্যার নিশীথে অপরুপ সাজে সাজবে শহর -নগর-গ্রাম সর্বত্র। মনে করিয়ে দেয় শ্রীশ্রী শ্যামা মায়ের আগমনী বার্তা। মা মঙ্গলরুপী ধরনীতে শান্তির বার্তা নিয়ে আসেন এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই বিশ্বাস সনাতনীরা লালন করেন যুগযুগ ধরে। আমরা সকলেই প্রার্থনা করি মা সবার মঙ্গল করুক।