নারায়ণগঞ্জ মেইল: মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ। তিনি গোগনগর ইউনিয়ন এর বিভিন্ন এলাকার ৫ জন অসহায় দৃষ্টিশক্তিহীন ব্যক্তির চোখের অপারেশনের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ( ১১ অক্টোবর) গোগনগর বড় মসজিদ এলাকায় দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছিল।গোগনগর এলাকার এইসব অসহায় মানুষ দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে ধীরে ধীরে তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন।
চক্ষু শিবিরে এসে রোগীরা জানতে পারে তাদের চোখের জরুরী অপারেশন করাতে হবে। এরা হলেন, গোগনগর ইউনিয়ন এর বাসিন্দা ফরিদা বেগম, দ্বীন ইসলাম, মজিদা বেগম, মিনারা বেগম ও আলী আহম্মেদ।
বিষয়টি জানতে পারেন মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ। তিনি কোনো দ্বিধা না করে দ্রুত ব্যবস্থা নেন এবং সহিতুন নেসা চক্ষু হাসপাতালে এইসব ব্যক্তির চিকিৎসা ও অপারেশন এর পুরো খরচ নিজ উদ্যোগে বহন করেন।
বুধবার( ১৫ অক্টোবর) অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর রোগীরা সবাই বর্তমানে সুস্থ আছেন এবং ধীরে ধীরে তাদের দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছেন। এই মানবিক উদ্যোগে এলাকায় ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।
এ সময় জোসেফ বলেন, রাজনীতি মানে শুধু দলীয় কার্যক্রম নয়, মানুষের দুঃখে পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। একজন অসহায় মানুষ আবার আলো দেখতে পারছে— এর চেয়ে বড় আনন্দ আমার কাছে আর কিছু হতে পারে না। আমি চাই, আমাদের সমাজের প্রত্যেকটি সামর্থ্যবান মানুষ এমন মানবিক কাজে এগিয়ে আসুক।
তিনি আরও বলেন,আজকের তরুণ প্রজন্মকে মানবিক রাজনীতির পথে এগিয়ে আসতে হবে। মানুষকে ভালোবাসা ও সেবা করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
স্থানীয় যুবদল মাসুম বলেন, জোসেফের মতো নেতারা সমাজে মানবিকতার আলোকবর্তিকা জ্বালিয়ে রাখছেন। তার এই উদ্যোগে যুবসমাজের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে। যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ শুধু রাজনৈতিক কর্মী নন, তিনি একজন সমাজসেবকও। তার এই উদ্যোগে এলাকার মানুষ অনুপ্রাণিত হয়েছেন।”