না:গঞ্জের পাঁচটি আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আগামী নির্বাচন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনে সারা বাংলাদেশে বিএনপি থেকে যাদেরকে প্রার্থী করবে তাদেরকে বিজয় করতে হবে। আমাদের নারায়ণগঞ্জের পাঁচটি আসনে অনেকেই বিএনপি’র প্রার্থী রয়েছে কারণ বিএনপি একটি জনপ্রিয় বড়দল। এই দলে অনেক যোগ্য প্রার্থী আছে সে যোগ্য প্রার্থীরাই আগামী নির্বাচনে মনোনয়ন চায়। আর মনোনয়ন দলের কেন্দ্র বিবেচনা করবে। তার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেছে তিনটি কাইটেরিয়ার মধ্যে কিন্তু মনোনয়ন দেওয়া হবে। সেই কাইটেরিয়ার মধ্যে যাকেই মনোনয়ন দেয়া হবে তার পক্ষে আমরা ঐক্যবদ্ধ কাজ করব।




‎নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা অন্তর্গত ২৩নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।



‎বুধবার ( ১৫ অক্টোবর ) বিকেলে বন্দর পৌরসভার সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়




‎তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সে নির্বাচন বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ এবং বিএনপি নেতাকর্মীদের জন্য অন্তত  গুরুত্বপূর্ণ। আপনারা জানেন বিগত ১৫ টি বছর আমরা এই ভোটের অধিকারের জন্য, ভোট দেওয়ার জন্য এবং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু শেখ হাসিনার আমলে আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছিলাম বাংলাদেশের কেউ ভোট দিতে পারে নাই। আর ২০২৪ সালের ৭ ই জানুয়ারি বাংলাদেশের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন বিএনপি ভোট বর্জনের ডাক দিয়েছিল। সেই ভোট বর্জনে কিন্তু দেশের জনগণ অংশগ্রহণ করেছিল। সেদিন ভোট কেন্দ্রে ৫% ভোট কাস্ট হয়েছিল আমরা দেখেছি সেই সময় অনেক কেন্দ্রে কুকুরকে শুয়ে থাকতে দেখেছি। এখন কি আর সেই সময় আছে। বন্দরের মানুষ শান্ত প্রিয় বিএনপি সাথে আছে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে আছে। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছিল ততবারই উন্নয়ন করেছিল।




‎তিনি আরও বলেন, যারা ১৫ বছর মাঠে ছিল নেতাকর্মীদের পাশে ছিল, হামলা মামলা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছিল তাদের মধ্যে থেকে দলীয় মনোনয়ন দিতে হবে। কারণ রাজপথের নেতাকর্মীদের মধ্যে থেকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে তৃণমূল নেতাকর্মীদের দুঃখ-দশা বুঝবে এবং তারা মূল্যায়িত হবে। এখন কিন্তু অনেকে হাসি দিয়া পকেটে টাকা দিয়া আপনাদের সামনে আসতে চায়। তাদের এই কিছু কিছু দিবে কিন্তু সেটা মাত্র কয়েকদিন। তারা নমিনেশন পেয়ে যাবে এমপি হয়ে যাবে এরপর তাদের বাড়ির ঢুকতে কয়েকটা দরজা পার হতে হবে। আর সাধারণ মানুষ কিন্তু তাদের বাড়িতে ঢুকতেও পারবে না। কিন্তু আমরা যারা মাঠের লোক আমরা কিন্তু সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো। দলের দুর্দিনে যেমন আপনাদের পাশে থেকেছি ইনশাআল্লাহ আগামী দিনও আপনাদের পাশেই থাকবো।




‎বন্দর ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজল আহম্মেদ কালুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।


‎এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির মাকিত মোস্তাকিম শিপলু, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মাহবুবুর রহমান, আলী আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ