মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সদর থানার কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ মেইল: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নারায়ণগঞ্জ মহানগর আয়ত্তাধীন সদর থানা কমিটি সম্প্রতি নতুনভাবে ঘোষণা করা হয়েছে। মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি জহিরুল ইসলাম জয় এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান রবিন অনুমোদনক্রমে কমিটি গঠন করা হয়।


মোঃ মোক্তাদির রহমান ইকরামকে সভপতি এবং মোঃ শিকদার পাভেলকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।


এছাড়াও সিনিয়র সহ-সভাপতি এমডি মনির, সাংগঠনিক সম্পাদক মিম প্রধান, দপ্তর সম্পাদক কাজী শিপলু ও কোষাধ্যক্ষ মোঃ অপূর্ব সহ বিভিন্ন পদে তরুণ ও যোগ্য নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে।


কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। তারা বলেন, এই কমিটি নারায়ণগঞ্জে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে।


সদ্য সভপতি ইকরাম জানান, নতুন নেতৃত্ব মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবে।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ