নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার একটি নাশকতার মামলায় জামিন নিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭০ নেতাকর্মী। বুধবার ২১ অক্টোবর সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে জামিন নেন তারা। ফতুল্লা থানার মামলা নং ২০(২)১৮।
আসামীদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাবেক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, সাগর সিদ্দিকী, তুষার আহমেদ মিঠু, সেলিম চৌধুরী, রয়েল চৌধুরূ প্রমূখ। মামলার আসামী পক্ষের আইনজীবী ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান।
মামলার ১ নম্বর আসামী রুহুল আমিন সিকদার বলেন, বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকতে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যা গায়েবী মামলা দায়ের করেছে। তেমনি একটি মিথ্যা মামলায় আমরা আজ আদালত থেকে জামিন নিলাম। তবে আমরা বলতে চাই. মামলা হামলা দিয়ে জিয়ার সৈনিকদের কোনদিন থামিয়ে রাখা যায়নি, ভবিষ্যতেও যাবে না। আমরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলার মাটিতে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করবো। এই জালিম সরকার তখন পালাবার পথ খুঁজে পাবে না।