নারায়ণগঞ্জ মেইল: ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে বিএনপির সমাবেশে অতর্কিত হামলা চালায় পুলিশ। পুলিশের সেই হামলায় গুরুতর আহত হন নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন যুবদল কর্মী মোহাম্মদ ইব্রাহিম। দীর্ঘ প্রায় দুই বছর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর পঙ্গু হাসপাতালে ইন্তেকাল করেন যুবদল কর্মী মোহাম্মদ ইব্রাহিম। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার ২২ সেপ্টেম্বর সকাল দশটায় খতুল্লা থানাধীন হাজিগঞ্জ জামে মসজিদে নামাজে জানাজার শেষে পাঠানটুলির কবরস্থানে মোহাম্মদ ইব্রাহিমকে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমেদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান, বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুলসহ স্থানীয় ব্যক্তিবর্গ।