আড়াইহাজারের আনোয়ার হত্যা মামলায় আরো ৭ আসামি কারাগারে

নারায়ণগঞ্জ মেইল: আড়াইহাজার উপজেলাধীন উচিৎপুরা ইউনিয়নের কাদিরদিয়া এলাকার আনোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি আবু হানিফ মেম্বারসহ ৭আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সার আলমের আদালতে আসামিরা আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন উচিৎপুরা ইউনিয়নের ৫ং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হানিফ মেম্বার, জাকারিয়া,আক্তার, জিয়াউল হক, আজম উদ্দিন,আজিজ,গুলজার ।মামলার বাদী পক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এড. আনিসুর রহমান দিপু ও এড. আব্দুল বারী ভূঁইয়া ।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আড়াইহাজারের আনোয়ার হোসেন হত্যা মামলার ৭ আসামি আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে গত ( ১৯ অক্টোবর ) একই মামলায় আরোও ৬জন আসামি আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ৬ আগস্ট ভোর সাড়ে ৫টায় আনোয়ার হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট চালিয়ে সন্ত্রাসী আবু হানিফের নেতৃত্বে আনোয়ার হোসেনকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের ভাই জাফর আলী বাদী হয়ে আবু হানিফ,আক্তার হোসেন, জাকারিয়া, আহসান, বিল্লাল, মতিন, জিয়াউল হক, রমজান, আজিম উদ্দীন, আশরাফ আলী, হালিম, জমির আলী, আব্দুল আজিজ, গোলজার, বেলায়েত সহ আরও ১০/১২জনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ