নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের তিনটি আসন চুড়ান্ত পুনর্বিন্যাস সন্তোষজনক বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। একইসঙ্গে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৫টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচিত করার লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবব্ধ হতে আহ্বান জানান।
তিনি বলেন, ‘গত ৪ সেপ্টেম্বর দেশের ৩০০টি আসনের সীমানা পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা সন্তোষজনক। এই বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জের ৩, ৪ ও ৫ আসনের সীমানা যেভাবে নির্ধারণ করা হয়েছে তা জেলার জন্য সঠিক হয়েছে বলেই মনে করি।’ ৬ সেপ্টেম্বর গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি এসব কথা জানান।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘নারায়ণগঞ্জ-৫ সংসদীয় আসনের সঙ্গে বন্দর উপজেলা, নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসনের সঙ্গে গোগনগর ও আলীরটেক ইউনিয়নকে নতুন করে যুক্ত এবং নারায়ণগঞ্জ-৩ সংসদীয় আসনের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১-১০ টি ওয়ার্ড যুক্ত করায় এই তিনটি আসনের রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ ও ভোটারদের জন্য নতুন সমীকরণ করার ক্ষেত্র তৈরি হয়েছে।’
রাজনৈতিকভাবে এই নতুন সমীকরণ কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের ৫টি নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে নতুন উদ্যোমে কাজ করে যাওয়ার জন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী এবং দলটির সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
তিনি বলেন, ‘নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ একটি চলমান প্রক্রিয়া যা ভোটার সংখ্যা, ভৌগলিক সীমারেখা এবং প্রশাসনিক সুযোগ সুবিধার ভিত্তিতে নির্ধারিত করা হয়। এই দায়িত্ব অর্পিত থাকে নির্বাচন কমিশনের উপর। কাজেই নতুন সীমানা নির্ধারণের বিষয়ে দলীয় নেতৃবৃন্দ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বা বিরূপ মন্তব্য করে দলের ঐক্য বিঘ্নিত না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাই।’