নারায়ণগঞ্জ মেইল: ২০১৮ সালের রূপগঞ্জ থানা পুলিশের দায়েরকৃত একটি নাশকতার মামলায় আদালত থেকে পুনঃ জামিন পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ দুলাল হোসেন।
মঙ্গলবার ( ২০ অক্টোবর ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে জামিনের আবেদন করলে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ২০১৮ সালের রূপগঞ্জ থানার দায়েরকৃত একটি নাশকতার মামলা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ দুলাল হোসেনের পুনঃ জামিন পেয়েছেন ।
এটি একটি মিথ্যা ও গায়েবি মামলা দাবি করে মোহাম্মদ দুলাল বলেন, আমাকে গ্রেপ্তার করে এই মামলা দায়ের হয়েছে । এর সাথে কোন সম্পৃক্ততা নেই । শুধুমাত্র বিএনপির রাজনীতি করার অপরাধে এই মামলা দেওয়া হয় ।
মামলা সূত্রে জানাগেছে, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মোহাম্মদ দুলালকে গ্রেপ্তার করে। তৎকালীন ডিবি পুলিশের এসআই আবু সায়েম বাদী হয়ে মোহাম্মদ দুলাল মিয়াকে প্রধান আসামি করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘদিন কারাভোগ করেছেন মোহাম্মদ দুলাল।
মামলায় অভিযোগ করা হয়- ওইদিন মোহাম্মদ দুলালের নেতৃত্বে রূপগঞ্জ তারাবো বিশ্বরোর্ডে নেতাকর্মীদের নিয়ে নাশকতা করেছেন। মামলায় মোহাম্মদ দুলালকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্ল্যেখ সহ আরও ১০/১২জনকে আসামি করা হয়।