নারায়ণগঞ্জ মেইল: একটা সময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি সন্ত্রাসীরা দখল করে নিয়েছিলো। আইনজীবীদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিলো। গডফাদার শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনী নিয়ে জুয়েল-মোহসিন নারায়ণগঞ্জ বারে দীর্ঘ ৭ বছর কোনো সুষ্ঠু নির্বাচন হতে দেয়নি। আমরা সে সময়ে আইনজীবীদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছিলাম। এখন সময় এসেছে আইনজীবীদের অধিকারের প্রতিষ্ঠার সেই দাবিগুলো বাস্তবায়ন করার। দলমত নির্বিশেষে সকল আইনজীবীকে নিয়ে ঐক্যবদ্ধ সন্ত্রাসমুক্ত বার গঠন করার লক্ষ্যে আমি আসন্ন জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি।
আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট এইচএম আনোয়ার প্রধান গণমাধ্যমে দেয়া এক সাত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন।
নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আনোয়ার প্রধান বলেন, ইনশাআল্লাহ আমরা জয় লাভ করবো। বিগত দিনে আমরা সবাই অন্যায়ের বিপক্ষে অবস্নিথান নিয়েছিলাম এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করেছি। আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় স্বৈরাচারী সরকারের সন্ত্রাসী বাহিনী বিদায় নিয়েছে। আগামী দিনে আর যাতে কেউ অবৈধভাবে আইনজীবীদের অধিকার হরণ করতে না পারে, সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমি বিশ্বাস করি নারায়ণগঞ্জের আইনজীবীরা সবাই আমার সাথে একমত। আর তাই ২৮ আগস্ট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তারা নীল প্যানেলকে বিপুল ভোটে বিজয়ী করবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ বারে আমরা সবাই একটি পরিবার হয়ে কাজ করবো। একজনের বিপদের সবাই একসাথে ঝাঁপিয়ে পরবো। সবাইকে নিয়ে আইনজীবীদের পেশাগত মান উন্নয়নে কাজ করবো। পাশাপাশি দলমত নির্বিশেষে সকলকে নিয়ে সন্ত্রাসমুক্ত গণতান্ত্রিক বার গঠন করবো। যেখানে কোন পেশী শক্তি থাকবে না সকল আইনজীবী সমান অধিকার পাবে। সকলের দোয়া ও ভালোবাসা প্রার্থনা করছি।
প্রসঙ্গত, আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। এই নির্বাচনে বিএনপি সমর্থিত এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং এডভোকেট এইচএম আনোয়ার প্রধান।
প্যানেলের বাকিরা হলেন সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড.ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক এড. মাইন উদ্দিন রেজা, , লাইব্রেরি সম্পাদক এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মামুন মাহমুদ, সদস্য এড. আনিসুর রহমান, এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম ও এড. আবু রায়হানসহ বিএনপিপন্থী আইনজীবীবৃন্দ।