নারায়ণগঞ্জ মেইল: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে গ্রেফতার হয়েছে ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার রসূলবাগ এলাকার মতিন মোল্লা ও তার স্ত্রী ফারজানান আক্তার পলি। গত সোমবার রাতে তাদের গ্রেফতার করেন ফতুল্লা থানা পুলিশ।
জানাগেছে, ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার রসূলবাগ এলাকার আলহাজ্ব কাশেম এর পুত্র তাজুল ইসলাম রাজিব ফতুল্লা মডেল থানায় মতিন মোল্লা ও তার স্ত্রী ফারজানান আক্তার পলি’র বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়ের করেন। মামলায় তাজুল ইসলাম রাজিব অভিযোগ করেন, আজাদ রিফাত ফাইবার্স (প্রা:) লিঃ, আজাদ নীট কম্পোজিট টেক্সটাইল (প্রা:) লিঃসহ নানাবিধ প্রতিষ্ঠান সুনামের সাথে পরিচালনা করে আসছে। এতে ঈর্ষান্বিত হয়ে আমাদের প্রতিষ্ঠান “আজাদ রিফাত ডাইং মালিকের কু-কিত্তির ইতিহাস” শিরোনামে কুরুচিপূর্ণ ও অপপ্রচারমূলক ফেসবুকে ফেক আইডি পোস্ট করেন মতিন দম্পতি।