জরুরী ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের যানজট নিরসনের আহ্বান সাবেক কাউন্সিলর সাদরিলের

নারায়ণগঞ্জ মেইল: সিদ্ধিরগঞ্জের কয়েকটি ব্যস্ততম এলাকার যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ কয়েকটি কার্যকরী পদক্ষেপ গ্রহনের জরুরী আহ্বান জানিয়েছেন নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল।


তিনি আহ্বান জানিয়ে বলেন, নারায়ণগঞ্জের ব্যস্ততম শিল্প ও বাণিজ্যকেন্দ্র সিদ্ধিরগঞ্জ পুল, চিটাগং রোড, আদমজী ইপিজেড ও দুই নাম্বার স্ট্যান্ডের সড়কগুলোতে প্রতিদিন ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে অফিস সময়, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া-আসার সময় এবং গার্মেন্টস শ্রমিকদের ছুটির সময়ে এই যানজট তীব্র আকার ধারণ করছে। এর ফলে হাজারো মানুষ কর্মস্থল ও গন্তব্যে দেরিতে পৌঁছাচ্ছেন, এমনকি জরুরি সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।


এই পরিস্থিতি নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। অবিলম্বে এসব গুরুত্বপূর্ণ স্পটে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা প্রয়োজন। ভারী যানবাহনের জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ, গার্মেন্টস শ্রমিকদের জন্য আলাদা বাসস্টপেজ ও পার্কিং জোন তৈরি, স্মার্ট সিগন্যাল সিস্টেম চালু, অবৈধ পার্কিং অপসারণ এবং বিকল্প রাস্তা খুলে দেওয়া হলে যানজট অনেকটাই কমে আসবে। দীর্ঘমেয়াদে ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস নির্মাণও কার্যকর ভূমিকা রাখবে।


এক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি—যেন দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে নারায়ণগঞ্জবাসী নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক চলাচলের সুযোগ নিশ্চিত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ