মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে রূপগঞ্জ উপজেলা যুবদলের শ্রদ্ধা নিবেদন

নারায়ণগঞ্জ মেইল: বিএনপি’র প্রয়াত নেতা সাবেক স্বরাষ্ট্র, বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল মতিন চৌধুরীর ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে রুপগঞ্জ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। এ সময় প্রয়াত নেতার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন রুপগঞ্জ উপজেলা যুবদল ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান ইমন, থানা যুবদল নেতা শফিকুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, ভূলতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল, ভূলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক রফিকসহ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য আব্দুল মতিন চৌধুরী ১৯৪৪ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বস্ত্র ও পাট মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বরেণ্য এই রাজনীতিবিদ ২০১২ সালের ৪ আগস্ট মৃত্যুবরণ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ