আলোচনায় বিএনপি’র তরুণ প্রার্থীরা

নারায়ণগঞ্জ মেইল: দরজার কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি নাগাদ অনুষ্ঠিত হবে বহুল কাঙ্খিত এই নির্বাচন। এই নির্বাচনে নারায়ণগঞ্জ বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন বেশ কয়েকজন তরুণ প্রার্থী। ইতিমধ্যে তারা তাদের প্রার্থীতার পক্ষে বিভিন্ন প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। এসব তরুণ প্রার্থীদের মধ্যে কার ভাগ্যে জোটে মনোনয়ন সেই অপেক্ষায় এখন নারায়ণগঞ্জবাসী।

ঘটনা সূত্রে প্রকাশ, নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ দুটি আসনে প্রায় হাফ ডজন তরুণ প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এদের মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা মাসুকুল ইসলাম রাজিব ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচন করতে চাইছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি করোনা যোদ্ধা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাওসার আশা এবং মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।

নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ আসনের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, তরুণ প্রার্থীরা ইতিমধ্যেই তাদের মাঝে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তরুণ প্রার্থীদের প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে নতুন প্রজন্মের। তাছাড়া তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য তরুণরাই পথ দেখাবে বলে বিশ্বাস তাদের। এবার যারা বিএনপির মনোনয়ন চাইছেন সেসব তরুণ প্রার্থীদের প্রতি নতুন প্রজন্ম শুভকামনা জানিয়ে আগামী দিনের জন্য তাদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। এবার মনোনয়ন না পেলেও পরবর্তীতে তাদের জন্য দুয়ার উন্মুক্ত রাখা হবে বলেও প্রত্যাশা তৃণমূলের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ